ওয়েটার / ওয়েট্রেস নিচ্ছে ডব্লিউএএফএল ক্যাফে বাংলাদেশ। আগ্রহী প্রার্থীকে ২২ ডিসেম্বরের মধ্যে ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ওয়েটার / ওয়েট্রেস
পদের সংখ্যা: ৫টি
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
কর্মক্ষেত্র: অফিসে
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি এবং হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা
অভিজ্ঞতা: ২ থেকে ৫ বছর
বয়স: ২০ থেকে ৩০ বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: ঢাকা
নির্বাচিত প্রার্থীকে টেবিল বুকিং পরিচালনা করা, গ্রাহকদের তাদের টেবিলে নেয়া, খাবারের পরামর্শ দেয়া, পানীয় নির্বাচনে সহায়তা করা, গ্রাহকদের খাবার তৈরির বিবরণ সম্পর্কে অবহিত করা, অতিথিকে অভ্যর্থনা জানানোর সময় প্রকৃত আতিথেয়তার প্রতিনিধিত্ব করতে হবে।
এ ছাড়া খাদ্য, পানীয় এবং উপাদান সম্পর্কে জ্ঞান থাকার সঙ্গে অতিথিদের গাইড করা, সঠিকভাবে অর্ডার গ্রহণ এবং পরিবেশন করা, ভালো সেবা প্রদান করা যেন অতিথিরা ভালো যত্ন নেয়া অনুভব করে।
টেবিল প্রস্তুত করা, ন্যাপকিন এবং পাত্রগুলো বিছিয়ে রাখা, নিশ্চিত করা যে মশলাগুলো পুনরায় পূরণ করা হয়েছে, অন্য সব প্রস্তুতিমূলক কাজগুলো সম্পাদন করা।
প্রার্থী বেতনের পাশাপাশি বছরে দুটি উৎসব ভাতা পাবেন। এ ছাড়া বছর শেষে বেতন পর্যালোচনা করা হবে।
আবেদনপত্র পাঠানোর ই-মেইল: mr.rocky@bd.wafl.cafe
বিস্তারিত জানুন এখানে।