অটোক্যাড অপারেটর পদে জনবল নিচ্ছে ট্রিমলাইন কন্সালটেন্টস লিমিটেড। আগ্রহী প্রার্থীকে ১১ ডিসেম্বরের মধ্যে ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: অটোক্যাড অপারেটর
পদের সংখ্যা: ২টি
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: পুরুষ
চাকরির ধরন: ফুলটাইম
অভিজ্ঞতা: সর্বনিম্ন ৭ বছর
কর্মস্থল: ঢাকা
প্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো ইনস্টিটিউশন হতে উচ্চ মাধ্যমিকসহ আর্কিটেক্টচারাল / সিভিল ড্রয়িংয়ে ২ বছরের সার্টিফিকেট কোর্স / ডিপ্লোমা পাস হতে হবে।
এ ছাড়া আর্কিটেক্টচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, স্যানিটারি ও প্লাম্বিং ড্রয়িং এবং ফ্লোর প্ল্যান রেন্ডারিংসহ যাবতীয় ড্রয়িং কম্পিউটার দ্বারা করতে পারদর্শী হতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: trimline.adl@hotmail.com
বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।