বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেভ দ্য চিলড্রেনে ড্রাইভার পদে যোগ দিন

  •    
  • ২১ নভেম্বর, ২০২১ ১৪:২৫

মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহন চালানোর ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

ড্রাইভার পদে জনবল নিচ্ছে সেভ দ্য চিলড্রেন। আগ্রহী প্রার্থীকে ২৫ নভেম্বরের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ড্রাইভার

পদের সংখ্যা: ২টি

বেতন: উল্লেখ নেই

চাকরির ধরন: ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। তবে মহিলা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য

অভিজ্ঞতা: সর্বনিম্ন ৫ বছর

কর্মস্থল: সিলেট

এই পদের প্রধান দায়িত্ব হচ্ছে সংস্থার নিয়ম এবং বাংলাদেশের ট্রাফিক আইন মেনে নিরাপদে সেভ দ্য চিলড্রেনের গাড়ি চালানো। নিয়মিত সার্ভিসিং, পরিচ্ছন্নতা, দ্রুত মেরামত ও সরাসরি তত্ত্বাবধায়নের মাধ্যমে পরিবহন পুলের নির্ধারিত গাড়িটিকে সক্রিয় রাখা এবং গাড়ির যাবতীয় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত গাড়ির দৈনিক ভিত্তিতে নিয়মিত চেকআপ করা, সেই সঙ্গে নির্ধারিত গাড়ির জ্বালানি খরচের প্রতিনিয়ত হিসাব রাখা এবং ট্যাবভিত্তিক ভ্রমণ লগের হিসাব রাখা।

মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহন চালানোর ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের অবশ্যই বিভিন্ন ধরনের যানবাহন চালানোর দক্ষতা, মেরামত ও সংরক্ষণ, বিভিন্ন যন্ত্রাংশ ও জ্বালানির ওপর যথাযথ জ্ঞান থাকতে হবে।

যানবাহন চালানোর জন্য হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ইংরেজি ভাষা বোঝা এবং যোগাযোগের প্রাথমিক দক্ষতা থাকতে হবে।

খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। শুধু বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

অগ্রহী প্রার্র্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল / টেলিফোন নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত আগামী ২৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে পাঠাতে হবে।

পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, সেভ দ্য চিলড্রেন, বাড়ি নং সিডব্লিউএন (এ) ৩৫, রোড নং ৪৩, গুলশান-২, ঢাকা।

বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

এ বিভাগের আরো খবর