স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি নিও ২। সোমবার অনলাইনে ফোনটির উন্মোচন ঘোষণা করে ব্র্যান্ডটি।
ফ্ল্যাগশিপটির পাশাপাশি রিয়েলমি সি২৫ওয়াই ও নারজো ৫০আই দুটি ফোন এবং এআইওটি ডিভাইস- রিয়েলমি প্যাড ও ব্যান্ড ২ উন্মোচন করেছে। একই সঙ্গে ব্র্যান্ডটি জিটি নিও-২ ফোনের সঙ্গে সমন্বয় করে রিয়েলমি বাডস এয়ার ২ বাজারে এনেছে।
জিটি নিও ২
নিও গ্রিন কালার এবং ডুয়েল গ্লাস ব্যাক ডিজাইনের স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।
দেয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর ও ১২০ হার্টজ রিফ্রেশ। ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের পাশাপাশি ৫ জিবি ভার্চুয়াল র্যাম থাকায় ব্যবহারকারীরা ১৩ জিবি র্যাম সুবিধা পাচ্ছেন ডিভাইসটিতে।
পেছনে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ও সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ৬৫ ওয়াট চার্জিংয়ের ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনটিতে।
এর দাম ৩৯ হাজার ৯৯০ টাকা।
রিয়েলমি সি২৫ওয়াই
রিয়েলমির প্রথম ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জার নিয়ে উন্মোচন করা হয়েছে রিয়েলমি সি২৫ওয়াই। ফোনে রয়েছে ইউনিকস টি৬১০ শক্তিশালী প্রসেসর, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা।
নারজো ৫০আই
একই সঙ্গে বাজারে আসা স্মার্টফোন নারজো ৫০আই ব্যবহারকারীদের দেবে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা। শক্তিশালী ৫০০০ মিলি-অ্যাম্পিয়ারের ব্যাটারি ও ওটিজি রিভার্স চার্জ দেবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের নিশ্চয়তা। ফোনটির মিন্ট গ্রিন ও কার্বন ব্ল্যাক কালারের বাজারে পাওয়া যাচ্ছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমে। দাম ১০ হাজার ৯৯০ টাকা।
রিয়েলমি প্যাড
এ ছাড়া রিয়েলমি বাজারে এনেছে ৬.৯ মিলিমিটার আল্ট্রা স্লিম রিয়েলমি প্যাড। এই প্যাডের উন্মোচনের মাধ্যমে রিয়েলমি হাই-এন্ড টেকনোলজির দিকে যাচ্ছে।
হেলিও জি৮০ গেমিং প্রসেসরের ডিভাইসটি ব্যবহারকারীদের দেবে দুর্দান্ত সাউন্ড ও দেখার অভিজ্ঞতা। এই ডিভাইস টানা ৬৫ দিন স্ট্যান্ডবাই মোডে থাকতে পারবে এবং এতে টানা ১২ ঘণ্টা ভিডিও দেখা যাবে।
বাজারে এ ডিভাইসটি দুটি কালারে পাওয়া যাচ্ছে– রিয়েল গোল্ড ও রিয়েল গ্রে। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম সংস্করণটির দাম ২০ হাজার ৯৯০ টাকা এবং ৪ জিবি র্যাম ৬৪ জিবি রম সংস্করণের দাম ২২ হাজার ৯৯০ টাকা।
রিয়েলমি ব্যান্ড
৩.৫ সেন্টিমিটারের কালার ডিসপ্লে ও স্মার্ট এআইওটি কন্ট্রোল সমৃদ্ধ রিয়েলমি ব্যান্ড ২ বাজারে আনা হয়েছে। ব্যান্ডটির দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এতে ৯০টি স্পোর্টস মোড রয়েছে এবং এটি দিচ্ছে ১২ দিনের ব্যাটারি লাইফের নিশ্চয়তা।
পাশাপাশি জিটি নিও ২ এর সঙ্গে সমন্বয় রেখে দুর্দান্ত ডিজাইন ও ফিচারের রিয়েলমি বাডস এয়ার ২ এনেছে রিয়েলমি, যা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।