বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জুনিয়র সহকারী ম্যানেজার পদে জনবল নেয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: জুনিয়র সহকারী ম্যানেজার (কারিগরি)
পদের সংখ্যা: ১০০টি
চাকরির গ্রেড: ৮
বেতন স্কেল: ২২৪০০-৫৬৬০৪ টাকা
প্রার্থীকে কারিগরি শিক্ষা বোর্ড স্বীকৃত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক / মেকানিক্যাল / পাওয়ার / কম্পিউটার / টেলিকমিউনিকেশন / কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি / ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।
যেসব প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাস করেছেন তাদের জিপিএ / সিজিপিএ ৫.০ স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪.০ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।
কোনো প্রার্থী বিদেশ থেকে তার অর্জিত কোনো ডিগ্রিকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
আবেদনকারীর বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই তারিখে ৩২ বছর।
বিটিসিএলের কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র গ্রহণের শেষ দিন বয়স সর্বোচ্চ ৫০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি / সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র /এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনকারী কোনো প্রার্থীর যদি একাধিক দেশের নাগরিকত্ব থাকে এবং তন্মধ্যে বাংলাদেশের নাগরিকত্ব বহাল থাকে, তবে তিনি আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র দাখিল ও টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ৯০০ টাকা প্রদান করতে হবে।
আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নিয়মাবলি বিটিসিএল এর পোর্টাল-এ পাওয়া যাবে।
নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। বিটিসিএলের কোনো দপ্তরে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার মান ৮০। লিখিত পরীক্ষায় পাস নম্বর হবে ন্যূনতম ৫০% অর্থাৎ ৪০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রথম ৩০০ জনকে মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। তবে ৩০০তম প্রার্থীর সমান নম্বর প্রাপ্ত সব প্রার্থীকেও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
মৌখিক পরীক্ষার মান ২০। মৌখিক পরীক্ষার পাস নম্বর ১০। কোন প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে লিখিত পরীক্ষায় যত নম্বরই পান না কেন তিনি চূড়ান্তভাবে অকৃতকার্য হয়েছেন বলে বিবেচিত হবেন।
লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বিটিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিতরা মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা সরকারি, আধা-সরকারি, সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত, তাদের যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে অনাপত্তি / ছাড়পত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। ছাড়পত্রের কপি জমা দিতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
মৌখিক পরীক্ষার সময় শিক্ষা বোর্ড এবং পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত সব মূল অথবা সাময়িক সনদ অবশ্যই দাখিল করতে হবে।
লিখিত পরীক্ষার সব উত্তরপত্র গোপনীয় হিসেবে গণ্য হবে এবং কোনো অবস্থাতেই কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে সেগুলো প্রদর্শন বা প্রদান করা হবে না। লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনঃপরীক্ষণ বা পুনর্নিরীক্ষণের কোনো সুযোগ নেই।
মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবং উক্ত পরীক্ষার নম্বর বা এতৎসংশ্লিষ্ট তথ্য প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না। নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীকে পরিচালনা পর্ষদ কর্তৃক নিযুক্ত চিকিৎসা পর্ষদ বা চিকিৎসা কর্মকর্তা কর্তৃক উপযুক্ত বলে প্রত্যয়িত হতে হবে।
নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীর পূর্ব কার্যকলাপ কোম্পানির চাকরিতে নিয়োগ লাভের জন্য উপযুক্ত কিনা তা যথাযথ এজেন্সির মাধ্যমে প্রতিপাদিত করা হবে। নিয়োগ লাভের পর যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে।
বিটিসিএল কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন / বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
নিয়োগের আবেদন গ্রহণ কার্যক্রম ২৫ অক্টোবর ২০২১ সকাল ১০টা হতে শুরু হয়ে ২৪ নভেম্বর ২০২১ বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।