শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়। আগ্রহী প্রার্থীদের ১১ থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: পরিবার পরিকল্পনা সহকারী।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৫। বেতন স্কেল ৯৭০০-২৩৪৯০ টাকা।
নারী-পুরুষ উভয়েই এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
২. পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক।
পদের সংখ্যা ৫টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা।
শুধু পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
৩. পদের নাম: পরিবার কল্যাণ সহকারী।
পদের সংখ্যা ৭৩টি। চাকরির গ্রেড ১৭। বেতন স্কেল ৯০০০-২১৮০০ টাকা।
শুধু নারী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
৪. পদের নাম: আয়া।
পদের সংখ্যা ৪টি। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮২৫০-২০০১০ টাকা।
শুধু নারী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
অনলাইনে আবেদন গ্রহণ শুরুর তারিখে যেসব প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৫ মার্চ ২০২০ যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর, তারা আবেদন করতে পারবেন।
তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে ২৫ মার্চ ২০২০ বয়স সর্বোচ্চ ৩২ বছর, তারাও আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের জন্য এখানে ক্লিক করুন।
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।