বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেটাবার্ড লঞ্চপ্যাডে জয়ী ‘রিমোটলি’ ও ‘করি’

  •    
  • ৮ অক্টোবর, ২০২১ ১২:২৪

প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রফেশনাল ট্র্যাকের দল ‘রিমোটলি’ প্রথম স্থান দখল করে পুরস্কার হিসেবে পায় ১৫ লাখ টাকা। স্টুডেন্ট ট্র্যাকে বিজয়ী দল ‘করি’ পুরস্কার হিসেবে পেয়েছে দুটি ম্যাকবুক।

প্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাবার্ড আয়োজিত ‘ডেটাবার্ড লঞ্চপ্যাড’-এ বছর দুই ক্যাটাগরিতে প্রথম হয়েছে ‘রিমোটলি’ ও ‘করি’ দল।

বিজয়ী দলগুলোর হাতে বৃহস্পতিবার পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অংশগ্রহণকারীরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সমস্যা সমধানের জন্য তাদের আইডিয়া উপস্থাপন করে। ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে ছিল এডুটেক, ফিনটেক, হেলথটেক, সাস, ট্রাভেল, এগ্রো, ব্লকচেইন, মার্কেটপ্লেস, এআর, ভিআর ও আইওটি।

আয়োজকরা জানান, এ বছর প্রতিযোগীরা প্রফেশনাল ও স্টুডেন্ট ট্র্যাক এই দুই বিভাগে অংশ নেন।

বেশ কয়েকটি ধাপে প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রফেশনাল ট্র্যাকের দল ‘রিমোটলি’ প্রথম স্থান দখল করে পুরস্কার হিসেবে পেয়েছে ১৫ লাখ টাকা। এই ক্যাটাগরিতে প্রথম রানার আপ ‘এডুটেক’ পায় ১০ লাখ ও দ্বিতীয় রানার আপ ‘টিঙ্কারস টেকনোলজিস লিমিটেড’ পায় পাঁচ লাখ টাকা পুরস্কার।

স্টুডেন্ট ট্র্যাকে বিজয়ী দল ‘করি’ পুরস্কার হিসেবে পেয়েছে দুটি ম্যাকবুক। প্রথম রানার আপ ‘ওয়েবল’ পেয়েছে দুটি উইন্ডোজ ল্যাপটপ ও দ্বিতীয় রানার আপ ‘কে. উ. অ্যাস্পায়ার’ পেয়েছে দুটি স্মার্টফোন।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবে যুক্ত হওয়ার এক মোক্ষম সময়ে আছি আমরা। একটি সমৃদ্ধ, উন্নত, দারিদ্র্যমুক্ত ও ন্যায়সঙ্গত জাতি হিসেবে প্রস্তুত হতে হলে আগামী দুই দশকে আমাদের স্থানীয় প্রতিভার অভূতপূর্ব উদ্ভাবনের প্রয়োজন হবে।’

ডেটাবার্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশেফ রহমান বলেন, ‘প্রযুক্তির সাহায্যে জাতীয় সমস্যা সমাধানে প্রয়োজনীয় চিন্তাধারা চিহ্নিত ও তা উন্মোচন করাই ছিল ডেটাবার্ড লঞ্চপ্যাড ২০২১-এর সূচনার লক্ষ্য। গত কয়েক মাসে ডেটাবার্ড এমন কিছু প্রতিভাবান ব্যক্তিদের লালনপালন করেছে যারা প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অনন্য আদর্শ এবং ব্যবসায়িক কৌশল উপহার দিতে পেরেছে।’

ডেটাবার্ড লঞ্চপ্যাড হলো প্রযুক্তিগত সমস্যা সমাধানে তরুণ উদ্ভাবকদের সাহায্যকারী অনন্য একটি প্ল্যাটফর্ম। এ বছরের জুলাইয়ে যাত্রা শুরু হয় ডেটাবার্ড লঞ্চপ্যাডের। এতে ২৩ জন নারী উদ্যোক্তাসহ দেশজুড়ে ১ হাজার উদ্ভাবকের ৩৫০টিরও বেশি দল অংশ নেয়।

এ বিভাগের আরো খবর