গুগলে আজ কিছু সার্চ করতে গেলেই চোখে পড়ছে একটি ডুডল। কেক, মোমবাতিতে সাজানো সে ডুডলে জানানো হচ্ছে গুগলের ২৩তম জন্মদিনের খবর।
সার্চ জায়ান্ট গুগল সোমবার ২৪ বছরে পা দিয়েছে।
বিশ্বের দেশগুলো থেকে দেড় শতাধিক ভাষায় কয়েক বিলিয়ন বার সার্চ করা হয় বিভিন্ন বিষয় সম্পর্কে।
বিশাল এই কর্মযজ্ঞ সামলাতে অবশ্য প্রতিষ্ঠানটিকে কম খাটতে হয় না। এসব তথ্য প্রক্রিয়াকরণ ও তথ্য সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী গুগল গড়ে তুলেছে বিশালাকার একেকটি ডেটা সেন্টার।
২৩ বছর অতিক্রমে এসে গুগলের ডেটা সেন্টারের সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে।
১৯৯৮ সালে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণা কাজের অংশ হিসেবেই সার্চ ইঞ্জিনটি তৈরি করেছিলেন ওই দুজন।
তার আগে অবশ্য ১৯৯৫ সালে ১৫ সেপ্টেম্বর গুগল ডটকম নিবন্ধন করেন পেজ ও ব্রিন। পরে ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর দুই গবেষক গুগলকে একটি কোম্পানি হিসেবে নিবন্ধন করেন। ১৯৯৬ সালে তাদের তৈরি করা সার্চ ইঞ্জিন ব্যাকরাবকে গুগল হিসেবে নামকরণ করেন।
বর্তমানে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন সুন্দর পিচাই। তিনি প্রতিষ্ঠানটি দায়িত্ব নেন ২০১৫ সালের ২৪ অক্টোবর।