স্মার্টওয়াচে বিশ্বের অন্যতম ব্র্যান্ড অ্যামেজফিট। সম্প্রতি সেলেক্সট্রা দেশের বাজারে অ্যামেজফিটের পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।
এর মধ্য দিয়ে আকার, ডিজাইন ও ফাংশন বিবেচনায় ১১টি মডেলের স্মার্টওয়াচ পাচ্ছেন এনেছে। অ্যামেজফিট ব্যান্ড, নিও, অ্যামেজফিট বিপ সিরিজ, জিটিআর সিরিজ, জিটিএস সিরিজ এবং অ্যামেজফিট টি-রেক্স সিরিজ।
সবগুলো স্মার্ট ওয়াচ বাজেট অনুসারে আপনার চাহিদা মেটাতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এসব স্মার্টওয়াচে সর্বোচ্চ ১০০টি পর্যন্ত স্পোর্টস মোড রয়েছে। আপনি কত স্টেপ হাঁটলেন, হার্ট রেট, কত ক্যালোরি বার্ন হলো, ঘুমের সময় পরিমাপ, স্ট্রেস মনিটর, রক্তে অক্সিজেন পরিমাপক, সাইক্লিং, সাঁতার, ফোনের নোটিফিকেশন, স্পিকার, মিউজিক স্টোরেজসহ আরও অনেক সুবিধা রয়েছে অ্যামেজফিট স্মার্টওয়াচে।
এ ছাড়া উন্নতমানের সেন্সর রয়েছে যা সর্বোচ্চ ১০০ মিটার পর্যন্ত পানির গভীরতায় কোনো ক্ষতি সমস্যা হয় না এতে।
অ্যামেজফিটের স্মার্টওয়াচগুলোর দাম ২ হাজার ৭৯০ টাকা থেকে ১৪ হাজার ৯৯০ টাকা পর্যন্ত। এগুলোতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি।