করোনার পর নিয়োগ পরীক্ষার জট কাটতে শুরু করেছে। প্রতি শুক্র ও শনিবার কোনো না কোনো নিয়োগ পরীক্ষা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য চাকরিপ্রার্থীরা খুশি হলেও এক দিনে একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা থাকায় অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।
চাকরিপ্রার্থীরা বলছেন, এক দিনে একই সময়ে একাধিক পরীক্ষা থাকলে যেকোনো একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এতে চাকরির সুযোগ সংকুচিত হয়ে আসছে।
এক দিনে একাধিক পরীক্ষা
আগামী ১ অক্টোবর সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেডের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় প্রতিষ্ঠানই বেলা সাড়ে ৩টায় তাদের পরীক্ষা নেবে। এতে বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
তবে উভয় নিয়োগ কর্তৃপক্ষই বলছে, করোনার কারণে কয়েক দফা পেছানোর পর তারা ১ অক্টোবর নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উপব্যবস্থাপক (মানবসম্পদ) এ জেড এম আবুল বাশার বলেন, ‘আমাদের পরীক্ষা অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। করোনার কারণে আমাদের পরীক্ষা দুই দফা পিছিয়েছে। আমাদের তারিখ নির্ধারণের পর বাংলাদেশ গ্যাস ফিল্ড তাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি বাংলাদেশ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন তারিখ পরির্বতন করার বিষয়টি তাদের বিবেচনা।’
বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেডের উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) মো. বিল্লাল হোসেন বলেন, ‘নিয়োগ পরীক্ষা আয়োজন করতে অনেক ধরনের কাজ শেষ করতে হয়। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা পাওয়ায় অনেকগুলো চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কেন্দ্র পাওয়া সহজ নয়।’
তিনি আরও বলেন, একই দিনে পরীক্ষার বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
চাকরিপ্রার্থীরা যা বলছেন
ঢাকা কলেজের ইতিহাস বিভাগ থেকে মাস্টার্স পাস করেছেন মাহি রহমান। তিনি বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন চাকরির পরীক্ষা দেয়া সম্ভব হয়নি। এখন শুরু হয়েছে চাকরির পরীক্ষা। পরীক্ষা দিতে ভালো লাগছে। কিন্তু সমস্যা হলো, একই দিনে এবং একই সময়ে একাধিক পরীক্ষা থাকায়। এতে যেকোনো একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হচ্ছে।’
একই কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে পাস করা তন্ময় ভৌমিক। তিনি বলেন, ‘একই দিনে একাধিক পরীক্ষা হলে অর্থ ও সুযোগ দুটোই নষ্ট হয়, যা খুবই কষ্টকর।’
এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাসও দিয়েছেন।
সমাধান কী
একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক নুর আহমদ বলেন, সাধারণত পিএসসি কোনো পরীক্ষা আয়োজনের অন্তত ১ থেকে দেড় মাস আগে পরীক্ষার তারিখ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রার্থীদের জানায়। এতে অন্যান্য কর্তৃপক্ষের বিষয়টি দৃষ্টিগোচর হয়। বিষয়টি সবাই যদি খেয়াল করে তারিখ নির্ধারণ করে, তাহলে এক দিনে একাধিক পরীক্ষা বিষয়টি এড়ানো সম্ভব।’
একই পরামর্শ দিলেন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ওয়াহিদা নাসরিন। তিনি বলেন, অন্তত তারিখ নির্ধারণের মাসখানেক আগে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করা উচিত। এতে অন্যান্য নিয়োগ কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসবে। তাহলে এক দিনে একই সময়ে একাধিক পরীক্ষার জটিলতা এড়ানো যাবে।