বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কাজ করার জন্য অস্থায়ী ভিত্তিতে প্রয়োজনীয়সংখ্যক দোভাষী (ফরাসি ভাষা) চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সেনাবাহিনী। আগ্রহী প্রার্থীকে ১১ অক্টোবরের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে।
পদের নাম: দোভাষী
পদের সংখ্যা: উল্লেখ নেই
বেতন: ২৫৩২ ডলার
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির মেয়াদ: ১ বছর
প্রার্থীকে ফরাসি ভাষায় কমপক্ষে ডিপ্লোমা (এ-২) কোর্স পাসসহ কমপক্ষে স্নাতক অথবা সমমানের যোগ্যতাসম্পন্ন হতে হবে।
প্রার্থীকে ফরাসি থেকে ইংরেজি, ইংরেজি থেকে ফরাসি, বাংলা থেকে ফরাসি ও ফরাসি থেকে বাংলা ভাষায় অনুবাদ জানতে হবে। এ ছাড়া কম্পিউটার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
২০২১ সালের ১৩ অক্টোবর প্রার্থীর বয়স ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩ কপি পাসপোর্ট আকারের ছবি, জাতীয়তা সনদপত্রের কপি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের কপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সেনাসদর, জিএস শাখা (ওভারসিজ অপারেশনস পরিদপ্তর), ঢাকা সেনানিবাস, ঢাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।