পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৩ অক্টোবরের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
পদের সংখ্যা: ১টি
চাকরির গ্রেড: ৬
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৩ বছর
২. পদের নাম: প্রভাষক
বিভাগ: পরিসংখ্যান
পদের সংখ্যা: ১টি
চাকরির গ্রেড: ৯
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, প্রকাশনা ও প্রশিক্ষণসংশ্লিষ্ট সনদের সত্যায়িত কপি এবং ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারসহ আবেদনপত্র জমা দিতে হবে।
প্রতি পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে করতে হবে।
এ ছাড়া নিজ ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিটসহ একটি ফেরত খাম দিতে হবে।
যেকোনো পদের জন্য প্রার্থীকে ৩ অক্টোবরের মধ্যে আট সেট আবেদনপত্র জমা দিতে হবে। শুধু ডাকে আবেদনপত্র পাঠানো যাবে।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুসারে কর্তৃপক্ষের সনদপত্রসহ আবেদনপত্র দিতে হবে। এ ছাড়া প্রার্থীর পিতা-মাতার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেয়া সনদের সত্যায়িত কপি দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনপত্র বাছাইয়ের পর শুধু যোগ্য প্রার্থীদের লিখিত-মৌখিক পরীক্ষার জন্য ডাকবে। এ জন্য কোনো ধরনের টিএ-ডিএ দেয়া হবে না।
কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করতে পারবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।