বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রাণীদের করোনার টিকা

  •    
  • ৫ জুলাই, ২০২১ ১৩:০৪

চিড়িয়াখানার ভেটেরিনারি সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হারম্যান বলেন, কোনো প্রাণীই ভাইরাসটিতে আক্রান্ত নন, তবে তাদের সুরক্ষার জন্য আগেই টিকাটি দেয়া হচ্ছে।

প্রাণীদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর উপকূলীয় অঞ্চলের চিড়িয়াখানায় টিকা দেয়া শুরু হয়েছে।

চিড়িয়াখানার বিড়াল প্রজাতির সব প্রাণী, ভালুক ও গন্ধগোকুলকে পরীক্ষামূলকভাবে এই টিকা দেয়া শুরু করেছে কর্তৃপক্ষ।

ওকল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, শনিবার সেখানে জিনজার ও মলি নামের দুই বাঘকে প্রথমবারের মতো টিকা প্রয়োগ করা হয়েছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, এই টিকা তৈরি করেছে নিউজার্সির ভেটেরিনারি ফার্মাসিটিউক্যালস কোম্পানি জোয়েটিস।

চিড়িয়াখানার ভেটেরিনারি সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হারম্যান বলেন, কোনো প্রাণীই ভাইরাসটিতে আক্রান্ত নন, তবে তাদের সুরক্ষার জন্য আগেই টিকাটি দেয়া হচ্ছে।

প্রাথমিকভাবে বাঘ, গ্রিজি ভালুক, মাউন্টেন লায়ন, গন্ধগোকুলকে দুটি ডোজ করে টিকা দেয়া হয়েছে। এরপর স্তন্যপায়ী প্রাণী ও শূকরকে টিকা দেয়া হবে।

তিনি জানান, প্রাণীদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে চিড়িয়াখানাটিতে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। সেই সঙ্গে তাদের সেবাযত্নে নিয়োজিত কর্মীরা যথেষ্ট সুরক্ষা নিয়েই যাচ্ছে।

অ্যালেক্স হারম্যান বলেন, ‘আমরা আনন্দিত, কারণ আমরা টিকা দিয়ে প্রাণীদের আরও সুরক্ষা দিতে পারব।‘’

জোয়েটিস প্রাণীদের সুরক্ষিত রাখতে ৭০টি চিড়িয়াখানায় ১১ হাজার ডোজ টিকা বিনামূল্যে দিয়েছে।

সান ডিয়াগো চিড়িয়াখানা ও সাফারি পার্কে গত জানুয়ারিতে কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে গরিলাকে টিকা দেয়া হয়।

দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছে সিংহ, বাঘ, গরিলা ও গৃহপালিত বিড়াল ও কুকুরের মধ্যে।

এ বিভাগের আরো খবর