বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনে প্রেম ধরে রাখবেন যেভাবে

  •    
  • ২৬ জুন, ২০২১ ১৬:০০

ভার্চুয়াল ডেটিং হতে পারে আপনাদের ভালোবাসার লকডাউনকালীন প্ল্যাটফর্ম। ফোনে কথা বা ভিডিও চ্যাটের পাশাপাশি ভার্চুয়াল ডেটিং আপনাদের ভালোবাসায় এনে দিতে পারে নতুন প্রাণ।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের দেশে। ফলে আবার লকডাইনে ঢুকে পড়ছি আমরা। প্রাথমিকভাবে এক সপ্তাহ লকডাউনের কথা বলা হলেও এটা যে বাড়বে না, তার কোনো নিশ্চয়তা নেই।

এই গৃহবন্দি জীবনে অনেকের পাশাপাশি সমস্যায় পড়তে যাচ্ছেন প্রেমিক-প্রেমিকারা। দেখা-সাক্ষাৎ হওয়ার ন্যূনতম সুযোগ নেই। কবে সম্ভব হবে, সেটাও কেউ জানে না। এ রকম পরিস্থিতিতে অনেক প্রেমিক-প্রেমিকাই ভাবছেন, লকডাউনের বিচ্ছেদে অপর পক্ষ সম্পর্কটা ভুলে যাবে কি না। সম্পর্কের টানটা কমে যাবে কি না।

শুনুন, বিনা কারণে ভয় না পেলেও চলবে। কারণ আপনাদের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক সত্যিই থেকে থাকে, তা হলে কয়েক মাসের সাক্ষাৎহীনতা ভালোবাসার ওপর কোনও প্রভাব ফেলতে পারবে না। তবুও যাদের মনের সংশয় কাটছে না, তাতের জন্য রইল কিছু টিপস। মেনে দেখুন, আশা করি আপনার ভালোবাসার বাঁধন আরও মজবুত হবে।

ভার্চুয়াল ডেটিং হতে পারে আপনাদের ভালোবাসার লকডাউনকালীন প্ল্যাটফর্ম। ফোনে কথা বা ভিডিও চ্যাটের পাশাপাশি ভার্চুয়াল ডেটিং আপনাদের ভালোবাসায় এনে দিতে পারে নতুন প্রাণ।

যেভাবে বাইরে ডেটিংয়ে যান, সেভাবেই আগে থেকে ভার্চুয়াল ডেটিংয়ের সময় ঠিক করুন। ডেটিংয়ের আগে সেজেগুজে নিন। সামনে থাকতে পারে এক কাপ কফি। অনলাইনেই এমনভাবে কথা বলুন যেন দুজন সামনাসামনি বসে আছেন। মনে মনে ঘুচিয়ে দিন দূরত্ব।

তবে ঘন ঘন নয়, ভার্চুয়াল ডেটিং করতে পারেন সপ্তাহে এক দিন কিংবা পনেরো দিনে একবার। তাহলে অনেক দিন পর দেখা হওয়ার যে আবেদন, সেটা বজায় থাকবে।

দিনের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করুন আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে। কোনো একটি গান পছন্দ হলো, লিংকটি পাঠিয়ে দিন তার কাছে। দুজন দুই প্রান্তে বসে নেটফ্লিক্স কিংবা ইউটিউবে একই সময়ে একই মুভি দেখতে পারেন। তাতে ভার্চুয়াল আড্ডাটা জমে উঠবে।

লকডাউনে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানগুলো সার্ভিস চালু রাখে। চাইলে ওদের মাধ্যমে উপহার পাঠিয়ে চমকে দিতে পারেন আপনার ভালোবাসার মানুষকে। উপহার হতে পারে ফুল কিংবা কোনো পোশাক। আপনার ভালোবাসার মানুষটির পছন্দের দিকে খেয়াল রেখেও উপহার বাছাই করতে পারেন।

তবে কোনো বিষয় নিয়েই বাড়াবাড়ি করা যাবে না। যেমন বারবার ফোন দেয়া কিংবা অসময়ে ফোন দেয়া। তাতে আপনার ভালোবাসার মানুষটি বিরক্ত হতে পারে।

দিন শেষে ঘুমুতে যাওয়ার আগে বিছানায় শুয়ে একটা ফোন অবশ্যই দিতে পারেন। এই ফোনটি হোক স্পেশাল কিছু। আপনার সারা দিনের খবর দিন, ওর খুঁটিনাটি জানতে চান। নতুন চিন্তাভাবনা, ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করুন। পরের দিনের জন্য দুই জনেই উৎসাহ পাবেন।

সবশেষ পরামর্শটা আপনার নিজের জন্য। কখনোই মনে নেগেটিভ ভাবনা জড়ো হতে দেয়া যাবে না। এক দিন কথা হলো না- তার অর্থ এই নয় যে সে আপনাকে ভুলে গেল। প্রেমটা শেষ হয়ে গেল। মনকে পজিটিভ রাখুন, স্বাভাবিক থাকুন। তাতে আপনার প্রেমের সম্পর্কও সুন্দর থাকবে।

এ বিভাগের আরো খবর