বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘৃণার বিরুদ্ধে নাচ

  •    
  • ১২ এপ্রিল, ২০২১ ১০:২৭

রাজাক ও ওমকুমার বনি এম কাল্ট গান রাসপুতিনের সঙ্গে ৩০ সেকেন্ডের রিল ভিডিওটি তৈরি করেছেন। ভিডিও পোস্ট করার পর অসংখ্য ভালো কমেন্টের পাশাপাশি ঘৃণা ছড়ানোর মতো কমেন্টও এসেছে। অনেকেই একে ধর্ম ও সাম্প্রদায়িকতার দিকে টেনে নিচ্ছেন।

ঘৃণার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে ভারতের কেরালার শিক্ষার্থীরা ইনস্টাগ্রামের রিল ভিডিও তৈরি করছেন।

রাজ্যটির মেডিক্যাল শিক্ষার্থী নাভিন কে রাজাক ও জানাকি এম ওমকুমার প্রথম একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিও পোস্টের পর ওই দুই শিক্ষার্থী পেয়েছেন অনেকের ভালোবাসা, শুভকামনা। সেই সঙ্গে এমন আন্দোলন শুরু করায় তাদের উৎসাহ দিয়েছেন অনেকে।

রাজাক ও ওমকুমার বনি এম কাল্ট গান রাসপুতিনের সঙ্গে ৩০ সেকেন্ডের রিল ভিডিওটি তৈরি করেছেন। ভিডিও পোস্ট করার পর অসংখ্য ভালো কমেন্টের পাশাপাশি ঘৃণা ছড়ানোর মতো কমেন্টও এসেছে। অনেকেই একে ধর্ম ও সাম্প্রদায়িকতার দিকে টেনে নিচ্ছেন।

সেসব কমেন্টের কোনো মৌখিক উত্তর দেননি রাজাক। তিনি ঘৃণা ছড়ানোর প্রতিবাদে আরও কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে নতুন আরকেটি ভিডিও তৈরি করে পোস্ট করেন।

সেখানে ত্রিসুর মেডিক্যাল কলেজের নাচের দল ‘ভাইকিংসের’ কয়েকজনকে দেখা গেছে। তারা রাসপুতিন গানে একই মুভমেন্টে নেচে এটা বোঝাতে চেয়েছেন ‘ঐক্যের মধ্যে বৈচিত্র্য’ আছে।

রিল ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখা হয়, ‘যদি মনে করেন ঘৃণা ছড়াবেন, তাহলে জেনে রাখুন আমরা তার প্রতিরোধ করব।’

হ্যাশট্যাগ দিয়ে রাসপুতিনচ্যালেঞ্জ নামের ওই ভিডিও মুহূর্তেই ভাইরাল হলে ভারতের বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও একই রকম ভিডিও তৈরি ও পোস্ট শুরু করে।

রাজাকদের দেখে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে এমন ভিডিও তৈরি করেছে ইন্ডিয়ার মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ), স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)।

কচি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিইউএসএটি) আবার হ্যাশট্যাগ দিয়ে স্টেপএগেইস্টকমিউনালিজম দিয়ে ভিডিও পোস্ট করেছে।

ভিডিওগুলো মজা করে তৈরি হলেও ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিয়েছে।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মেডিক্যাল স্টুডেন্ট নেটওয়ার্কের আহ্বায়ক বিষ্ণু গোপান বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত দুটি বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। এ বার্তাগুলো হলো চিকিৎসকদের নাচা উচিত নয় এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো।

‘এই দুই ধরনের বার্তার বিরুদ্ধে আমরা শক্তিশালী অবস্থান নিয়েছি। আমরা এর প্রতিবাদে রাসপুতিনচ্যালেঞ্জ শুরু করেছি। মেডিক্যাল সংগঠনগুলোর সঙ্গে জড়িত নয় এমন অনেক মানুষের কাছ থেকেও সাড়া পেয়েছি।’

বিতর্ক থাকলেও শিক্ষার্থীদের ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এমনকি ভিডিও কেরালা সরকারের নজরেও এসেছে। এরপর সরকারের তরফ থেকে শিক্ষার্থীদের দিয়ে নতুন ভিডিও বানানো হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে মানুষজনকে টিকা নেয়ায় অনুপ্রেরণা দিতে। সে ভিডিওগুলোও শেয়ার ও ভাইরাল হচ্ছে।

এ বিভাগের আরো খবর