বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেপ্টেম্বর থেকে শহর-গ্রামে এক রেটে ইন্টারনেট

  •    
  • ১৩ আগস্ট, ২০২১ ০১:১২

ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনতে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য আইএসপি, এনটিটিএন ও আইআইজির অভিন্ন ট্যারিফ চালু করা হয়েছে।

সুলভে ইন্টারনেট সেবা গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে সারা দেশে ইন্টারনেট সেবার সব স্তরেই এক রেট নির্ধারণ করা হয়েছে। শহর ও গ্রামে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। এ নতুন দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ইন্টারনেটের নতুন এই ট্যারিফ ঘোষণা করেন।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন, বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে বলা হয়, ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনতে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), বেসরকারি ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) অভিন্ন ট্যারিফ চালু করা হয়েছে।

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ভূগর্ভস্থ ক্যাবল সেবা এনটিটিএন চালু হওয়ার ১২ বছর পর এ সেবামূল্য নির্ধারণ করা হয়। এতোদিন ঢাকার বাইরে ব্যান্ডউইথ একেক আইএসপি একেক দামে কিনত। ফলে গ্রাহক পর্যায়ে অভিন্ন রেট দেয়া সম্ভব হতো না।

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের জন্য ‘এক দেশ এক রেট’ চালু করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সেবা পৌঁছাতে আইএসপির পাশাপাশি আইআইজি এবং এনটিটিএন প্রতিষ্ঠান জড়িত। বিষয়টি বিবেচনায় নিয়ে এই ট্যারিফ নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে। মোবাইল অপারেটরদের ক্ষেত্রেও শৃঙ্খলা ফেরাতে বিটিআরসিকে উদ্যোগ নিতে হবে।

মন্ত্রী বলেন, ৬ জুন ‘এক দেশ এক রেট’ ইন্টারনেট ঘোষণা দেয়ার পর তা বাস্তবায়নে সমস্যা হচ্ছিল। এখন আর তা থাকবে না।

অনুষ্ঠানে আরও হয়, আগেও এ তিনটি প্রতিষ্ঠানের সেবামূল্য ছিল, কিন্তু তা কখনই সরকারিভাবে বেঁধে দেয়া হয়নি। প্রতিষ্ঠানগুলো নিজেরা দাম ঠিক করে তা গ্রাহকের সামনে উপস্থাপন করত।

বিটিআরসি আইআইজির জন্য বিভিন্ন ভলিউমে ১১টি স্ল্যাবে ব্যান্ডউইথের দাম এবং এনটিটিএনগুলোর জন্য ট্রান্সমিশন ক্যাপাসিটির ভলিউম অনুযায়ী ১৫টি স্ল্যাবে সেবামূল্য বেঁধে দিয়েছে।

চালুকৃত নতুন ট্যারিফের আওতায় এনটিটিএন অপারেটরদের সিটি কর্পোরেশন এলাকায় প্রতি এমবিপিএস ডাটার ট্রান্সমিশনের জন্য ১৩ টাকা থেকে ৩০০ টাকা, জেলা থেকে জেলায় ১৩ টাকা থেকে ৩০০ টাকা এবং দূরবর্তী অঞ্চলের জন্য ২৫ থেকে ৫০০ টাকা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে।

এক্ষেত্রে গ্রাহক সেবার মান নিশ্চিতে প্রয়োজনীয় জরিমানাসহ (গ্রেড অফ সার্ভিস বজায় রাখা শর্তে) কোয়ালিটি অফ সার্ভিস এবং কোয়ালিটি অফ এক্সপেরিয়েন্সকে বিবেচনায় নিয়ে প্রতিটি সেবার মানদণ্ড নির্ধারণে পাঁচটি গ্রেড (এ,বি,সি,ডি,ই) চালু করা হয়েছে।

বিটিআরসির লাইসেন্সধারী আইআইজি প্রতিষ্ঠানের জন্য সারাদেশে ট্রান্সমিশন ব্যয়সহ ৩৩০ টাকা থেকে ৩৯৯ ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে গ্রাহক সেবার মান নিশ্চিতে প্রয়োজনীয় জরিমানাসহ কোয়ালিটি অফ সার্ভিস এবং কোয়ালিটি অফ এক্সপেরিয়েন্সকে বিবেচনায় নিয়ে প্রতিটি সেবার মানদণ্ড নির্ধারণে তিনটি গ্রেড (এ,বি,সি )চালু করা হয়েছে।

এছাড়া আইএসপির দাম গ্রাহক পর্যায়ে তিনটি স্ল্যাবে ৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস এক হাজার ২০০ টাকা বেঁধে দেয়া হয়েছে।

বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বিটিআরসি টেলিযোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেমন- এক দেশ এক রেট, এনইআইআর, অর্ধেক খরচে বাংলায় এসএমএস সুবিধা, টেলিকম মনিটরিং সিস্টেম ক্রয়সহ গ্রাহকের কোয়ালিটি অফ সার্ভিস ও কোয়ালিটি অফ এক্সপেরিয়েন্স নিশ্চিতে কাজ করে যাচ্ছে। নতুন এ পদক্ষেপের সুফল যেন গ্রাহক পর্যায়ে নিশ্চিত হয় সেজন্য যথাযথ মনিটরং থাকবে। অবৈধ আইএসপি বন্ধেও উদ্যোগ নেয়া হবে।'

আইআইজি ফোরামের মহাসচিব আহমদে জুনায়েদ বলেন, ‘ঢাকার বাইরে ব্যান্ডউইথ একেক আইএসপি একেক দামে কিনত। ট্যারিফ ঠিক করে দেয়ার ফলে এখন সারা দেশে এক দামে ব্যান্ডউইথ বিক্রি হবে। এখন থেকে এক রেটে কিনবে।’

আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘প্রতিটি জেলায় পয়েন্ট অফ প্রেজেন্স (পপ) স্থাপন হলে গ্রাহক মানসম্মত ও নিরবচ্ছিন্ন সেবা পাবে।’

আগামী বছর ২৬ মার্চ থেকে গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএসের খরচে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পৌঁছানোর ঘোষণা দেন তিনি।

এ বিভাগের আরো খবর