আইপ্যাড, আইফোনে থাকা শিশুদের যৌন নিপীড়নের ছবিগুলো স্ক্যান করে শনাক্ত করার সফটওয়্যার আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।
যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা তাদের আই-ক্লাউডে এমন ছবি বা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেবে সেই সফটওয়্যার।
এনডিটিভির খবরে বলা হয়, অ্যাপল বৃহস্পতিবার নতুন এই বিশ্লেষণী সফটওয়্যার আনার ঘোষণা দেয়।
এক অনলাইন পোস্টে অ্যাপল জানায়, ‘আমরা শিশুদের যৌন নিপীড়নের এমন চক্রের হাত থেকে রক্ষ করতে চাই। সে জন্য আমরা শিশুদের যৌন নিপীড়নের উপাদানগুলো ছড়ানো কমাতে এমন ব্যবস্থা নিচ্ছি।’
প্রতিষ্ঠানটি বলছে, নতুন এই প্রযুক্তি ব্যবহারকারীদের ফোন স্ক্যান করার সুবিধা দেবে। এ ডেটাবেইজটি পরিচিত সিএসএএম নামে। ফোনে থাকা নিপীড়নমূলক ছবির সঙ্গে শিশুদের সুরক্ষায় কাজ করা সংস্থার নির্দিষ্ট করা ক্যাটাগরির ছবি মিলিয়ে দেখবে সফটওয়্যারটি। যদি মিল পায় তবে সেগুলো চিহ্নিত করবে। এটা করা হবে অনলাইনে আইক্লাউড স্টোরে আপলোড করা ছবির ক্ষেত্রে।
অ্যাপলের এমন সিদ্ধান্তের পর অবশ্য বেশ কিছু সংস্থা বলছে, অ্যাপল অপারেটিং সিস্টেমের একটি ব্যাকডোর তৈরি করে। ফলে বিভিন্ন গ্রুপ বা সরকার এর অপব্যবহার করতে পারে।
অবশ্য অ্যাপল এর উত্তরে বলছে, এটি করা হলেও সরাসরি কেউ অ্যাপলের ইমেজে প্রবেশাধিকার পাচ্ছে না। এমনকি এটি করতে গিয়ে গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি আরও কঠোর করা হয়েছে।
সিলিকন ভ্যালি ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি বলছে, ছবি মিলিয়ে দেখার বিষয়টি করা হবে একটি ‘ক্রিপ্টোগ্রাফিক প্রযুক্তি’ দিয়ে। যদি ছবিটি শিশুদের নিপীড়নমূলক না হয় তাহলে সেটি আইক্লাউডে থাকা ছবির সঙ্গে মিল হবে না।