চ্যাট হিস্ট্রি আইওএস থেকে অ্যান্ড্রয়েডে স্থানান্তরের ফিচার নিয়ে কাজ করছে ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
নতুন এই ফিচারের মাধ্যমে বড় ধরনের জটিলতার নিরসন ঘটবে বলে ওয়েবিটাইনফো এবং ৯টু৫গুগল-এর প্রতিবেদনে জানান হয়েছে।
ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি বর্তমানে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে স্থানান্তর সম্ভব নয়। শুধু একই অপারেটিং সিস্টেমের ফোনে এগুলো নেয়া সম্ভব।
গত এপ্রিল থেকে ফিচারটির অগ্রগতির বিস্তারিত সামনে আসতে থাকে। ওয়েবিটাইনফো জানায়, একটি স্ক্রিনশটের মাধ্যমে ফিচারটি দেখানো হয়েছে। সেখান বলা হয়, ‘চ্যাট অ্যান্ড্রয়েডে স্থানান্তর করুন’।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, আরেকটি স্ক্রিনশটে দেখানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের ম্যাসেজ স্থানান্তরের সময় ফোন আনলক করার অপশন দেয়া হয়েছে।
এসব দেখে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে, এমন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।
গুগলের এক্সডিএ ডেভেলপারের প্রতিবেদনও বলছে, আইওএস থেকে অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের চ্যাট ও অন্য হিস্ট্রি স্থানান্তরের ফিচারের উন্নয়ন এখনও চলছে। এটা করা গেলে গুগলের অপারেটিংয়ের জন্য আরও বেশি সুবিধা আসবে।
অবশ্য হোয়াটসঅ্যাপ বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি। ফিচারটি কবে নাগাদ আসবে সে সম্পর্কেও প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।