বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ক্রিনশট ছাড়াই হোয়াটসঅ্যাপের মেসেজ সংরক্ষণ

  •    
  • ২৪ জুলাই, ২০২১ ১১:০১

সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের অনেক মেসেজ সংরক্ষণের প্রয়োজন হয়। তখন এই পদ্ধতি ব্যবহার করতে পারেন আপনারাও।

প্রতিদিন বিশ্বে গড়ে ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াসটঅ্যাপে। সংখ্যাটি একবার কল্পনা করুন। কিন্তু আপনার কাছে এমন অনেক মেসেজ আসে যা সংরক্ষণ করা প্রয়োজন হয়। যার একমাত্র উপায় হিসেবে ব্যবহার করেন স্ক্রিনশট পদ্ধতি। তবে সেসব না করেও গুরুত্বপূর্ণ সেই মেসেজ সেভ রাখতে পারবেন।

যেভাবে করবেন

হোয়াটসঅ্যাপের স্টার মেসেজ অপশন ব্যবহার করে মেসেজ সেভ করে রাখতে পারবেন।

এ জন্য যে মেসেজ আলাদাভাবে সংরক্ষণ করতে চান, সেটির ওপর কিছুক্ষণ ট্যাপ করে রাখুন। এবার দেখবেন ওপরের দিকে কিছু অপশন আসবে। সেখানে একটি স্টার চিহ্ন আসবে। সেই চিহ্নে ক্লিক বা ট্যাপ করুন। স্টার মার্ক করা সবগুলো মেসেজ এক স্থানে সংরক্ষণ হবে।

এবার সেই সংরক্ষণ করা মেসেজ পড়ে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপের ‘More Options’ থেকে ‘Starred messages’ অপশনে যান। দেখতে পাবেন মেসেজগুলো। এই পদ্ধতি শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। আইওএস ব্যবহারকারীদের জন্য এটি কিছুটা আলাদা।

আইওএসের ক্ষেত্রে চ্যাট ওপেন করে নামের ওপর ক্লিক করুন, স্টারড মেসেজ নামে অপশন আসবে। সেটিতে ক্লিক করুন দেখতে পাবেন স্টারড মেসেজ।

এভাবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মেসেজ সংরক্ষণ করতে পারবেন।

এ বিভাগের আরো খবর