বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকটককে ছাড়িয়ে যেতে চায় কোয়াই

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ জুলাই, ২০২১ ১৭:৫৩

চীনে কুয়াইশুর ৩০কোটি দৈনিক ব্যবহারকারী আছে। ২০২১ সালের প্রথম ছয় মাসে কোয়াইকে ৭ কোটি ৬০ লাখবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে ব্রাজিল ও মেক্সিকোতে। কোয়াইশুর কোয়াইয়ের পাশাপাশি স্ন্যাক ভিডিও ও জিন অ্যাপও জনপ্রিয়তা পাচ্ছে। স্ন্যাক ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ইন্দোনেশিয়া ও পাকিস্তানে।

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক কিনতে ব্যার্থ হওয়ার চার বছর পর জনপ্রিয়তা ও ব্যবসায় একে ছাড়িয়ে যেতে চায় প্রযুক্তি প্রতিষ্ঠান কুয়াইশু। যার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ কোয়াই নামে পরিচিত। এ বছরের ফেব্রুয়ারিতে কুয়াইশু পাবলিক কোম্পানিতে পরিণত হয় ও হংকং স্টক এক্সচেঞ্জ থেকে ৫ বিলিয়ন ডলার আয় করে।কুয়াইশুর মালিক ও প্রতিষ্ঠাতা সু হুয়া ২০১৭ সালে টিকটক কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু ওই সময়ে তার চেয়ে বেশি অর্থ দিয়ে জনপ্রিয় হতে থাকা সাইটটির মালিক বনে যায় বাইট ড্যান্স।

গত চার বছরে টিকটক পরিণত হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০২১ সালের জুলাইয়ে অনলাইন সাইটের জনপ্রিয়তা ও ব্যবসা বিশ্লেষক ইনফ্লুয়েন্স মার্কেটিংহাব ডটকমের তথ্য অনুযায়ী টিকটকের নিয়মিত ব্যবহারকারী রয়েছেন ১১০ কোটি। বর্তমানে এটিই সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।টিকটকের এই জনপ্রিয়তাকে পেছনে ফেলতে উঠেপড়ে লেগেছেন সু। কুয়াইশুকে তিনি ব্রাজিল, ইন্দোনেশিয়ার মতো টিকটকের জনপ্রিয় বাজারগুলোতে ছড়িয়ে দিতে চান। বছর শেষের আগেই বৈশ্বিকভাবে তার প্রতিষ্ঠানের কর্মীসংখ্যা দুই হাজারে বাড়াতে চান তিনি।টিকটক যেখানে মূলত তরুণ ও প্রতিভাবানদেরকে একটি প্ল্যাটফর্ম দিচ্ছে, সেখানে কোয়াই ছড়িয়ে যেতে চায় প্রত্যন্ত অঞ্চলে সব বয়সী ও সব পেশার মানুষের কাছে পৌঁছাতে চায়।চার বছরের মধ্যে দেওয়া নিজের প্রথম সাক্ষাৎকারে সু ব্লুমবার্গকে বলেন, ‘টিকটক অনেক বড় প্রতিযোগী যারা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে। কিন্তু আমাদের অগ্রসর হওয়ার সুযোগও অনেক। কুয়াইশুর দর্শন আমাদের প্রতিযোগীদের চেয়ে আলাদা। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মূল্যবোধ থেকে একে গড়তে চাই আমি।’গত ছয়মাসে তাদের ব্যবহারকারীর সংখ্যা তিনগুণ হওয়ায়, সুর কোম্পানি এই বছর চীনের বাইরে প্রতি মাসে ২৫ কোটি ব্যবহারকারী তৈরির লক্ষ্য নিয়েছে। কোয়াইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত ব্যক্তিগত অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চীনে কুয়াইশুর ৩০কোটি দৈনিক ব্যবহারকারী আছে। ২০২১ সালের প্রথম ছয় মাসে কোয়াইকে ৭ কোটি ৬০ লাখবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে ব্রাজিল ও মেক্সিকোতে। কোয়াইশুর কোয়াইয়ের পাশাপাশি স্ন্যাক ভিডিও ও জিন অ্যাপও জনপ্রিয়তা পাচ্ছে। স্ন্যাক ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ইন্দোনেশিয়া ও পাকিস্তানে।দক্ষিণ আমেরিকায় অ্যাপের জনপ্রিয়তা বাড়াতে এই বছরের কোপা আমেরিকার স্পন্সর করে কোয়াই। যেটা এর ব্র্যান্ডকে পৌছে দেয় বিশ্ব দরবারে।কোপা আমেরিকার ক্যাম্পেইনের সাফল্য দেখে প্রতিষ্ঠানটি পরবর্তী এক বছরে স্পোর্টস কন্টেন্টের পেছনে এক কোটি ডলার খরচের পরিকল্পনা করছে।

এ বিভাগের আরো খবর