ই-কমার্স প্ল্যাটফর্ম ধামাকাশপিং ডটকম ক্যাশ অন ডেলিভারি সেবা চালু করেছে।
এর ফলে এখন থেকে ক্রেতারা পণ্য কিনে ডেলিভারির সময় মূল্য পরিশোধ করতে পারবেন।
বাণিজ্য মন্ত্রণালয় দেশে সম্প্রতি ই-কমার্স খাতের শৃঙ্খলা আনতে একটি নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালায় ক্যাশ অন ডেলিভারি সেবায় অগ্রাধিকার দিতে ই-কমার্সগুলোকে তাগিদ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে ধামাকাশপিং জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন ই-কমার্স নীতিমালা অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি চালু করেছে তারা।
বিষয়টি নিয়ে ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা বলেন, ‘আমরা সবসময় গ্রাহকদের সুবিধা চেয়েছি। শুরু থেকে বলে এসেছি, ই-কমার্স কেনাকাটাকে আরও সহজ করে এর ধারণাই পাল্টে দেবো। সেই লক্ষ্যে আমরা কাজ করেও যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের প্রণয়ন করা ই-কমার্স নীতিমালাকে আমরা শ্রদ্ধা জানাই। অবশ্যই নীতিমালায় থাকা বিষয়গুলো আমরা মেনে চলব।
‘সেই লক্ষ্যেই নীতিমালা অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি সেবা চালু করেছি। আশা করছি এর মাধ্যমে নতুন নতুন গ্রাহক ধামাকাশপিংয়ের সঙ্গে পরিচিত হবেন।’
দ্রুত ও নির্দিষ্ট সময়ে গ্রাহকের পণ্য পৌঁছে দিতে নিজেদের লজিস্টিকস সেবা আরও উন্নত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সেই লক্ষ্যে আরও বড় পরিসরে কল সেন্টার চালুর কথা জানায়।
তবে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে গ্রাহককে নির্ধারিত ডেলিভারি চার্জ দিতে হবে বলে জানায় ধামাকাশপিং।