দেশের আরও পাঁচ স্থানে নিজেদের সেবা বিস্তৃত করেছে দারাজের সহযোগী ও অ্যাপভিত্তিক খাবার ডেলিভারি প্রতিষ্ঠান হাংরিনাকি।
নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশজুড়ে ঘোষণা করা হয়েছে কঠোর লকডাউন। এই সঙ্কটকালে হাংরিনাকি সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ, টঙ্গী ও কুমিল্লায় তাদের সেবা বিস্তৃত করেছে।
এসব এলাকার মানুষরা হাংরিনাকির মাধ্যমে বৃহস্পতিবার থেকে বিভিন্ন খাবারের তালিকা থেকে তাদের প্রিয় খাবার অর্ডার করতে পারছেন।
সেই সঙ্গে এই পাঁচ এলাকার মানুষ বাসায় বসেই মুদি পণ্য কিনতে পারবেন হাংরিনাকি থেকে।
মিঠাই (কুমিল্লা), টেস্টি ট্রিট (কেরানীগঞ্জ), পিৎজা হাটসহ (সাভার) অসংখ্য জনপ্রিয় রেস্টুরেন্ট তাদের মুখরোচক খাবার ভোজনরসিকদের কাছে পৌঁছে দিতে মুরু করেছে হাংরিনাকি।
খাবারপ্রেমীরা এখন হাংরিনাকি প্ল্যাটফর্মে আরও শতাধিক রেস্টুরেন্ট থেকে তাদের পছন্দের সুস্বাদু খাবার ডেলিভারি নিতে পারবেন।
নতুন পাঁচ জোনে তাদের যাত্রাকে ভোজনরসিকদের জন্য আরও আনন্দঘন করে তুলতে হাংরিনাকি মাত্র ১৯ টাকা ডেলিভারি ফি-তে খাবার পৌঁছে দেবে।
এ ছাড়া এই নতুন এলাকার ক্রেতারা ‘(HNISHERE)’ -এই ভাউচারটি ব্যবহার করে ৩০০ টাকার অর্ডারে ১০০ টাকা পাবেন।
হাংরিনাকির হেড অব কমার্শিয়াল আবু সালেহ দিদার বলেন, ‘হাংরিনাকি দেশের সব এলাকায় কার্যক্রম বিস্তৃত করতে এবং ভোজনরসিকদের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সম্প্রতি আরও ৫টি এলাকায় আমাদের কার্যক্রম শুরু করেছি।’
এর আগে হাংরিনাকি সেবাটি শুধু ঢাকার গ্রাহকদের জন্যই সীমাবদ্ধ ছিল।