বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় আসবে শাওমি মি ১২

  •    
  • ২ জুলাই, ২০২১ ১৩:৪০

খবরটি জানিয়েছে জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। তাদের দাবি, মি ১২ ফোনটি স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল আইসোসেল ক্যামেরা সেন্সরসহ লঞ্চ হবে।

চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি তাদের পরবর্তী ফ্লাগশিপ ফোন ‘মি ১২’ নিয়ে কাজ শুরু করেছে। ফ্ল্যাগশিপ ফোনটির মূল আকর্ষণ থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা।

খবরটি জানিয়েছে জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। তাদের দাবি, মি ১২ ফোনটি স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল আইসোসেল ক্যামেরা সেন্সরসহ লঞ্চ হবে।

ক্যামেরা সেন্সরটি স্যামসাং, অলিম্পাসের সঙ্গে হাত মিলিয়ে তৈরি ও উন্নয়ন করা হয়েছে বলে শোনা যাচ্ছে।

শাওমি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের ফোন বাজারে আনবে বলে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছে।

যদিও কোম্পানির কোন ফোনে এই ক্যামেরা সেন্সর থাকবে তা স্পষ্ট করে বলা হয়নি কোথাও। টিপস্টারের দাবি সঠিক হলে শাওমি এমআই ১২ ফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেখা যাবে।

ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫০ প্রসেসরসহ আসতে পারে বলে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে। দাবি করা হলেও বাজারে এমন কোনো প্রসেসর নেই।

ধারণা করা হচ্ছে, নতুন মি ১২ ফোনটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৯৫ প্রসেসর। যদিও সেটিও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

উন্নত ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরের বিষয়টি টিপস্টার নিশ্চিত করেছে।

অবশ্য প্রাথমিক রিয়ার ক্যামেরা ২০০ মেগাপিক্সেলের বলা হলেও কয়টি ক্যামেরা থাকবে তা বলা হয়নি। ধারণা করা হচ্ছে, ফোনটিতে থাকবে কোয়াড ক্যামেরা।

এ বিভাগের আরো খবর