ই-কমার্স কেনাকাটায় গ্রাহকদের জন্য অভিজ্ঞতায় আরও নতুনত্ব দিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইভ্যালি নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন ‘টি১০’।
এই ক্যাম্পেইনের আওতায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে গ্রাহক ও ভোক্তাদের সেবা দেবে ইভ্যালি ডটকম ডটবিডি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানায়, নতুন এসওপির আলোকে ও গ্রাহকদের অব্যাহত চাহিদার কথা সামনে রেখে নতুন আঙ্গীকে আরও আকর্ষণীয় অফার ও সেবা নিয়ে নিয়ে টি১০ ক্যাম্পেইন সাজানো হয়েছে।
এই ক্যাম্পেইন চলবে প্রতি শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে। যেকোন পণ্য বা সেবার মূদ্রিত মূল্যের শুধু ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাকি মূল্য ক্যাশ অন ডেলিভারিতে (সিওডি) বা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। আর পণ্যের ডেলিভারি পাওয়া যাবে মাত্র ১০ দিনের মধ্যেই।
টি১০ নিয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল বলেন, ‘আমাদের ওপর গ্রাহকের আস্থা ও বিশ্বাসই আমাদের পথচলার প্রেরণা। আর সেই বিশ্বাসের বন্ধনকে আরও শক্তিশালী করতে, গ্রাহকের ই-শপিং অভিজ্ঞতায় নতুন মাত্রা দিতেই আমরা নিয়ে এসেছি টি১০ ক্যাম্পেইন।’
টি১০ ক্যাম্পেইনটি সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।