বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেয়েদের ফেসবুক আইডি হ্যাক যে কৌশলে

  •    
  • ২৩ জুন, ২০২১ ১৯:০৫

মামুন ফিশিং লিংক তৈরি করে বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠাতেন। এই লিংকে ক্লিক করলে ফেসবুক ইন্টারফেস আসে। তখন সেই লিংকে ঢুকতে ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিলে মামুনের কাছে সেই একাউন্টের আইডি ও পাসওয়ার্ড চলে যায়।

ফিশিং লিংক ব্যবহার করে ফেইসবুক আইডি হ্যাক করে অপকর্মের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

তার নাম মামুন মিয়া। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা মোবাইল উদ্ধার করে সাইবার পুলিশ। পরে তাকে আদালতে তোলা হলে দুই দিনের রিমান্ডে পাঠান বিচারক।

গত সোমবার রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়। আর দুই দিন পর বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়।

ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, মামুন তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পর্কে পারদর্শী। তিনি স্থানীয়ভাবে প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি ইউটিউব ও গুগল ঘেটে ফেইসবুক আইডি হ্যাক করার ফিশিং প্রক্রিয়া রপ্ত করেন।

এরপর নিজেই ফিশিং লিংক তৈরি করে বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠাতেন। এই লিংকে ক্লিক করলে ফেসবুক ইন্টারফেস আসে। তখন সেই লিংকে ঢুকতে ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিলে মামুনের কাছে সেই একাউন্টের আইডি ও পাসওয়ার্ড চলে যায়।

পরে তিনি সেই আইডি পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে ঢুকে পাসওয়ার্ড পাল্টে ফেলতেন। পরে সেই আইডি থেকে স্বজন ও বন্ধুদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা চাইতেন।

ভুক্তভোগীরা সেই আইডিতে নক করলে তিনি পাসওয়ার্ড জানাতে মোটা অংকের টাকা দাবি করতেন বলে জানায় পুলিশ।

একাধিক প্রবাসীসহ অসংখ্য নারী মামুনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পুলিশের কাছে।

পুলিশ কর্মকর্তা হাফিজ আক্তার বলেন, ‘মামুন কয়েকজন প্রবাসী নারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন যে, তাকে ধরা সম্ভব না। সেই চ্যলেঞ্জ ধরে আমরা তাকে সুনামগঞ্জের হাওর এলাকায় খুঁজে পেয়েছি।’

সংবাদ সম্মেলনে ফেসবুক আইডি হ্যাক প্রতিরোধে পুলিশের কিছু পরামর্শও দিয়েছে। সেগুলো হলো:

১. যাচাই না করে কোন ধরনের URL লিংক ক্লিক করা থেকে বিরত থাকা;

২. কোন URL লিংকে ক্লিক করার পর কোন ফেসবুক পেজে বা অন্য কোথাও রিডাইরেক্ট হলে লগইনের জন্য ফেসবুক আইডি/ পাসওয়ার্ড প্রদান করা থেকে বিরত থাকা;

৩. ফেসবুক আইডিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সঙ্গে একটি ই-মেইল এড্রেস যোগ করে রাখা;

৪. Authorized logins অপশন চেক করা;

৫. ফেসবুক আইডি বা ম্যাসেঞ্জারে একান্ত ব্যাক্তিগত তথ্য ছবি আদান প্রদান, ভিডিও কথপোকথন থেকে বিরত থাকা;

৬. মোবাইলে আসা নোটিফিকেশনে Yes/No ক্লিক করার পূর্বে ভালোভাবে পড়ে নেয়া;

এবং

৭. ফেসবুকে তিন থেকে পাঁচ জন ট্রাস্টেড কনটাক্ট যোগ করা।

এ বিভাগের আরো খবর