বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনলাইন শপিংয়ের চার ফিচার আনল ফেসবুক

  • ফাহিম শাহরিয়ার শাওন   
  • ২৩ জুন, ২০২১ ১৬:৫৯

ফিচার চারটি হলো ইনস্টাগ্রাম ভিজ্যুয়াল সার্চ, মার্কেটপ্লেস শপ, হোয়াটসঅ্যাপ শপ ও অ্যাডভার্টাইজমেন্ট।

ই-কমার্স তথা অনলাইন শপিংয়ের গ্রাহককে আরও আকৃষ্ট করতে ও অনলাইনে বিক্রি বাড়াতে ফেইসবুক নতুন চারটি ফিচার আনার ঘোষণা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার এক পোস্টে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

এ ছাড়া ‘ফেসবুক ফর বিজনেস’ এ বিষয়টি নিয়ে একটি নিবন্ধও প্রকাশ করেছে ফেসবুক নিউজরুম।

ফিচার চারটি হলো ইনস্টাগ্রাম ভিজ্যুয়াল সার্চ, মার্কেটপ্লেস শপ, হোয়াটসঅ্যাপ শপ ও অ্যাডভার্টাইজমেন্ট।

জাকারবার্গ প্রত্যাশা করেন, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে এই ফিচারগুলো কাজ করবে। এতে অনলাইনে ক্রেতা ও বিক্রেতা উভয়ে উপকৃত হবেন।

ইনস্টাগ্রাম ভিজ্যুয়াল সার্চ

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ভিজ্যুয়াল সার্চে তাদের চাহিদা অনুযায়ী পণ্যের নাম লিখে সার্চ করতে পারবেন। আমরা অনেকেই জানি, প্রায় সময়ই মার্ক জাকারবার্গ ধূসর রংয়ের টি-শার্ট ব্যবহার করেন। তাই এ বিষয়ে মার্ক জাকারবার্গ মজা করে বলেন যে, ‘আমি এখানে একটি ধূসর রঙের টি-শার্ট সার্চ দেব।’

ছবিঃ ফেসবুক ফর বিজনেস

মার্কেটপ্লেস শপ

বিশ্বব্যাপী প্রতি মাসে ১০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করেন। সে কারণে অনলাইন শপ থেকে ফেইসবুক মার্কেটপ্লেসে আসার উপায় সহজ করে তুলতে ফেসবুক শিগগিরই একটি নতুন ফিচার আনবে যার নাম মার্কেটপ্লেস শপ। জাকারবার্গ আশা করছেন, ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর কাছে ফেইসবুক মার্কেটপ্লেস আরও সহজ হয়ে উঠবে।

হোয়াটসঅ্যাপ শপ

শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অ্যাপটিতে ছোটখাটো দোকানের মাধ্যমে পণ্য কেনা-বেচা করতে পারবেন। অনলাইন শপের মাধ্যমে পণ্য কেনার আগেই বিক্রেতার সঙ্গে ক্রেতা চ্যাট করার সুবিধা পাবেন এই ফিচারে। এটি সেট-আপ করতে হবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সমন্বয়ে।

অ্যাডভার্টাইজমেন্ট

জাকারবার্গ জানান, অনলাইন শপের বিজ্ঞাপন দেয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ফিচার চালু করা হবে।

ফেসবুকে তিনি বলেন, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে অনলাইন শপের পরিমাণ আরও বাড়বে।

এ বিভাগের আরো খবর