ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমে শুরু হয়েছে এক দিনেই ডেলিভারি সেবা বা সেইম ডে ডেলিভারি।
প্রতিষ্ঠানটির ‘প্রিয়শপ ফেস্ট’ ক্যাম্পেইনে ডাবল টাকা ভাউচার, বাই ওয়ান গেট সিক্স, ম্যাসিভ ডিসকাউন্ট, সারপ্রাইস বক্স, ৫ টাকা ডিলসহ বেশ কিছু অফার দিয়েছে। সেই অফারের মধ্যেই এই উদ্যোগ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলছে, ‘সেইম ডে ডেলিভারি’ উদ্যেগে অর্ডার করার দিনেই অর্ডারকৃত পণ্য হাতে পেয়ে যাবেন ক্রেতারা। এ জন্য একই দিন বিকেল ৪টার আগে পণ্য অর্ডার করতে হবে। তাহলে সেদিনই ক্রেতার হাতে পৌঁছাবে পণ্য।
এই সুবিধা প্রাথমিকভাবে পাবেন রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, গ্রিন রোড ও এলিফ্যান্ট রোডের গ্রাহকরা।
এর বাইরে অর্থাৎ ঢাকার বাইরের গ্রাহকরা অর্ডার করার ১ কার্যদিবসের মধ্যেই তাদের পণ্য পাবেন।
অর্ডার করার সময়ে চলমান সকল প্রোমো ও ডিসকাউন্ট প্রযোজ্য থাকবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
এর আগে প্রিয়শপ ‘নেক্সট ডে ডেলিভারি’ সুবিধা চালু করেছিল।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খাঁন বলেন, ‘গ্রাহকরা যেন সহজে ঘরে বসে পণ্য কিনতে পারেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। ডেলিভারি সেবা উন্নয়নের জন্য পরিশ্রম চলছে দিনরাত। সেইম ডে ডেলিভারি সুবিধার কারণে, আমাদের গ্রাহকরা তাদের চাহিদার সব পণ্য হাতে পেয়ে যাবেন সাথে সাথেই।’
প্রিয়শপের এই ফেস্ট ক্যাম্পেইন চলবে ১৬-১৭ জুন পর্যন্ত।
ফেস্টে গ্যাজেট, গ্রোসারি, ফ্যাশন, মোবাইল, বাইকসহ হরেক রকমের পণ্য পাওয়া যাবে।
মূল্য পরিশোধ করা যাবে অনলাইনেও। নগদ, রবি এলিট, জিপি স্টার, সিটি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও মাস্টারকার্ড হোল্ডারগণ পেমেন্টে পাবেন সর্বোচ্চ ১৫ শতাংশ এক্সট্রা ডিসকাউন্ট।