বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আইওএস ১৫: আইফোনের ফেসটাইম এখন অ্যান্ড্রয়েড, উইন্ডোজে

  •    
  • ৮ জুন, ২০২১ ০৯:১৬

অ্যাপল সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৫ উন্মোচন করেছে। উন্মোচনের আগে আইওএসটি নিয়ে নানা ধরনের গুজব ছড়ায়।

অ্যাপল এতদিন তাদের অনেক ফিচার শুধু নিজেদের জন্য সীমাবদ্ধ রাখলেও এখন তা অন্য অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্যও সহজ করে দিচ্ছে।

প্রতিষ্ঠানটি সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৫ উন্মোচন করেছে। উন্মোচনের আগে আইওএসটি নিয়ে নানা ধরনের গুজব ছড়ায়।

কিন্তু সেসব গুজবকে পাত্তা না দিয়ে নতুন সংস্করণে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি তাদের ডিভাইসকে আরও যোগাযোগ সক্ষম ও বহুমুখী করতে ফেসটাইম, আইমেসেজ ফিচারটিকে আরও উন্নত করার কথা জানায়।

আইওএস ১৫ সংস্করণে অ্যাপল অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ব্যবহারকারীদের ফেসটাইমে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারিতে কোনো কিছু স্পর্শ করার ক্ষেত্রে সতর্ক হয়েছে মানুষ। ফলে ফেসটাইমের চাহিদা বেড়েছে।

সোমবার রাতে অ্যাপলের সফটওয়্যার ডেভেলপারদের বার্ষিক সম্মেলন ডব্লিউডব্লিউসি থেকে আইওএস ১৫ সংস্করণটি উন্মোচন করা হয়।

অ্যাপল বলছে, তাদের নতুন সেবাটি নেয়া যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা উইন্ডোজচালিত কম্পিউটার থেকে। আগে এ ক্ষেত্রে শুধু আইম্যাক ও আইফোন থেকে এই কলে যুক্ত হওয়া যেত।

ফেসটাইম ফিচারটি অনেকটা জুম কলের মতো কাজ করে। এখানেও জুমের মতো মিটিংয়ের লিংক তৈরি করে তা অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। লিংকে ক্লিক করে ফেসটাইম কলে যুক্ত হতে পারবেন অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ব্যবহারকারীরাও।

উন্মোচন অনুষ্ঠানে অ্যাপল জানায়, তারা ফেসটাইমকে আরও সহজ, আরও বেশি মানুষের কাছে এবং আরও বাস্তবভিত্তিক করে তুলতে চায়। সে কারণেই এমন পরিবর্তন আনা হয়েছে।

ফেসটাইমে করা যাবে স্ক্রিন শেয়ারিং, এমনকি গেইমিংও।

নতুন ফিচার হিসেবে ফেসটাইমে থাকছে শেয়ারপ্লে। এতে একসঙ্গে অনেকে মিলে ভিডিও দেখা ও মিউজিক শুনতে পারবেন।

অ্যাপল টিভি, ডিজনি, হুলু, এইচবিওম্যাক্স, টিকটক, মাস্টারক্লাস বা প্যারামাউন্টের মতো স্ট্রিমিং সাইটও দেখা যাবে একসঙ্গে।

অর্থাৎ যে যেখানেই অবস্থান করুক, একটি সিনেমা সবাই মিলে দেখা যাবে ফেসটাইমের এই ফিচারে।

এ ছাড়া আইওএস ১৫ সংস্করণে আরও নতুন ফিচারের মধ্যে আরও উন্নত করা হয়েছে আইমেসেজ, নোটিফিকেশন ও ফোকাস ফিচার, ফটো, সার্চ, ওয়ালেট, ম্যাপ ওয়েদার ফিচার।

এ বিভাগের আরো খবর