স্যামসাং এনেছে গ্যালাক্সি এম০২এস। গ্রাহকদের পছন্দ, ফিচার ও বাজেট বিবেচনায় দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের রয়েছে বিস্তৃত পরিসরের স্মার্টফোন।
সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোনটি কিনতে যারা আগ্রহী, তাদের জন্য স্যামসাং নিয়ে এসেছে ‘এম’ সিরিজের স্মার্টফোনগুলো। ডিভাইসটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে, ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা। এর প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেলের আর প্রতিটি ম্যাক্রো ক্যামেরা ২ মেগা পিক্সেলের। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেন্সর।
ডিভাইসটিতে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০, অক্টাকোর ১.৮ গিগাহার্টজচালিত এবং এতে রয়েছে অ্যাড্রেনো ৫০৬ গ্রাফিক্স প্রসেসিং।
স্যামসাং গ্যালাক্সি এম০২এস স্যামসাংয়ের এম সিরিজের সর্বশেষ সংযোজন, যা দাম অনুযায়ী আকর্ষণীয় ফিচারের জন্য ইতিমধ্যে বাজারে আলোড়ন সৃষ্টি করেছে।
এ ছাড়া, যে সব ফিচার গ্যালাক্সি এম০২এসকে সবার পছন্দের ফোনে পরিণত করেছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে–এর ডলবি অ্যাটমস ফিচার, যা ব্যবহারকারীদের অডিও অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
গ্রাহকদের সুবিধার্থে স্যামসাং একটি প্রমোশনাল ক্যাম্পেইনের আয়োজন করেছে, যার আওতায় ১১ হাজার ৯৯৯ টাকা (আসল মূল্য ১২ হাজার ৯৯৯ টাকা) বাজারদরে স্মার্টফোনটি কেনা যাবে।
গ্যালাক্সি এম০২এস-এর সামগ্রিক পারফরমেন্স এবং আউটলুকের সঙ্গে এই অফার ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কালো, নীল ও লাল–তিনটি ভিন্ন রঙে সারা দেশের সব স্যামসাং ব্র্যান্ড আউটলেটে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।