বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সবচেয়ে শক্তিশালী চিপ তৈরি করল আইবিএম

  •    
  • ৭ মে, ২০২১ ০৯:২৫

নতুন এই চিপ বাজারে থাকা ৭-ন্যানোমিটার চিপের চেয়ে ৪৫ শতাংশ বেশি শক্তিশালী বলে দাবি করেছে আইবিএম। এ ছাড়া এটি ডিভাইসের ৭৫ শতাংশ কম শক্তি খরচ কমিয়ে দেবে বলেও বলছে প্রতিষ্ঠানটি। এটি ব্যবহারে স্মার্টফোন আগের চেয়ে চারগুণ বেশি ব্যাটারি শক্তি ধরে রাখতে পারবে। ল্যাপটপ হবে আরও গতিশীল।

সবচেয়ে ছোট ও শক্তিশালী চিপ তৈরির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম।

প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা ২-ন্যানোমিটার প্রযুক্তির চিপ তৈরি করেছে। এখন পর্যন্ত যত চিপ বাজারে এসেছে সেগুলোর চেয়ে তাদের তৈরি চিপটি আকারে ছোট এবং শক্তিশালী।

বর্তমানে কম্পিউটারে সবচেয়ে শক্তিশালী চিপ হিসেবে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে তা হলো, ১০-ন্যানোমিটার ও ৭-ন্যানোমিটার প্রযুক্তির। কিছু প্রতিষ্ঠান অবশ্য ৫-ন্যানোমিটারের চিপ ব্যবহার করছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাজারে থাকা যেকোনো প্রসেসরের চেয়ে এই চিপ অধিক পরিমাণ শক্তিশালী। ২-ন্যানোমিটার চিপ প্রযুক্তির ফলে আরও বেশি সময় স্মার্টফোন বা কম্পিউটারে ব্যাটারি শক্তি ধরে রাখা সম্ভব হবে। সেই সঙ্গে ডিভাইস হবে আরও গতিশীল।

প্রযুক্তির অগ্রগতিতে এটাকে একটা ‘ব্রেকথ্রু’ হিসেবে তুলে ধরেছেন আইবিএমের গবেষক ডারিও গিল। তিনি বলেন, ‘এটি একটি উদাহরণ তৈরি করল।’

প্রসেসরের কর্মদক্ষতা নির্ধারণ করে এর ভিতরে থাকা ট্রানজিস্টার। এটি ডেটাকে প্রক্রিয়াজাত করে। তবে এটা করতে হবে এর আকার ছোট রেখেই।

আইবিএমের হাইব্রিড ক্লাউড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট মুকেশ খের জানান, নতুন এই ২-ন্যানোমিটার চিপটির আকার হাতের একটি নখের সমান, যাতে আছে ৫০০ বিলিয়ন ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারগুলোর একেকটার আকার একটি করে ডিএনএর সমান।

আরও ট্রানজিস্টার সুবিধা পাওয়া যাবে এতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে।

নতুন চিপ ব্যবহার শুরু হলে প্রযুক্তি উদ্ভাবনে আরও অগ্রগতি আসবে বলে মনে করেন গিল। তিনি বলেন, ‘এটি ব্যবহার করার সময় আমরা দেখেছি স্মার্টফোনের গতি বেড়ে যায়, গাড়ি আরও বেশি স্মার্ট হয়ে ওঠে, কম্পিউটার আরও শক্তিশালী হয়।’

নতুন এই চিপ বাজারে থাকা ৭-ন্যানোমিটার চিপের চেয়ে ৪৫ শতাংশ বেশি শক্তিশালী বলে দাবি করেছে আইবিএম। এ ছাড়া এটি ডিভাইসের ৭৫ শতাংশ কম শক্তি খরচ কমিয়ে দেবে বলেও বলছে প্রতিষ্ঠানটি।

এটি ব্যবহারে স্মার্টফোন আগের চেয়ে চারগুণ বেশি ব্যাটারি শক্তি ধরে রাখতে পারবে। ল্যাপটপ হবে আরও গতিশীল।

চিপটি কবে বাজারে আসবে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি আইবিএম। তবে এটি ২০২৪ বা ২০২৫ সালের দিকে উৎপাদন শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইবিএমের নতুন চিপ তৈরির ঘোষণাটি এলো এমন এক সময়, যখন বিশ্ববাজারে চিপ সংকটের মধ্যে বাইডেন প্রশাসন সেমিকন্ডাক্টার শিল্পে স্থানীয়ভাবে গবেষণা, উন্নয়ন এবং উৎপাদনে জোর দেয়ার কথা জানিয়েছে তখন। এই শিল্প খাতে বাইডেন প্রশাসন ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ছাড় দেয়ার ঘোষণাও দিয়েছে।

এ বিভাগের আরো খবর