বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদ বাজারে ২০ হাজার টাকার মধ্যে শাওমির যত ফোন

  •    
  • ৬ মে, ২০২১ ১০:৪৯

ঈদ বাজার সামনে রেখে মধ্যম বাজেট বা ২০ হাজার টাকার মধ্যে যারা স্মার্টফোন কিনতে চান তাদের জন্য শাওমির রয়েছে কয়েকটি মডেলের স্মার্টফোন।

চীনা বহুজাতিক প্রতিষ্ঠান শাওমি দেশের বাজারে বিভিন্ন শ্রেণির ক্রেতাকে লক্ষ্য করে হ্যান্ডসেট এনেছে। প্রতিষ্ঠানটি বলছে, শাওমি সব শ্রেণি-পেশার মানুষকে প্রযুক্তি ব্যবহারের সুফল দিতে স্বল্প ও মাঝারি বাজেটে উন্নত কনফিগারেশন স্মার্টফোন আনে।

ঈদ বাজার সামনে রেখে মধ্যম বাজেট বা ২০ হাজার টাকার মধ্যে যারা স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য শাওমির রয়েছে কয়েকটি মডেলের স্মার্টফোন।

রেডমি নোট ১০

দেশের বাজারে সবশেষ উন্মোচন করা ফোন রেডমি নোট ১০। বাজেটের মধ্যে যারা ভালো কনফিগারেশনের ফোন খুঁজছেন তাদের জন্য আদর্শ হতে পারে ডিভাইসটি। এতে আছে ৪৮ মেগাপিক্সেলের সনির আইএমএক্স৫৮২ সেন্সরের সঙ্গে কোয়াড ক্যামেরা। ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ডিভাইসটির বক্সে আছে ৩৩ ওয়াটের চার্জার। ফোনটির ৪জিবি+৬৪জিবি সংস্করণের দাম ১৯ হাজার ৯৯৯ টাকা। অন্য সংস্করণগুলোর দাম ২০ হাজার টাকা রেঞ্জের বেশি।

রেডমি নোট ৯

বাজেটের মধ্যে ফটোগ্রাফি প্রাধান্য পেয়েছে রেডমি নোট ৯ মডেলে। ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। এ ছাড়া ফোনের সামনে ৬.৫৩ ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লেতে থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

রেডমি নোট ৯ ফোনে ৫০২০ এমএএইচের বিশাল ব্যাটারিকে চার্জ করতে বক্সে দেয়া রয়েছে ২২ ওয়াট এর ফাস্ট চার্জার। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ফোনটির দুটি সংস্করণ দেশে পাওয়া যাচ্ছে। ৪+৬৪ জিবির দাম ১৮ হাজার ৯৯০ টাকা এবং ৪+১২৮ জিবি ১৯ হাজার ৯৯৯ টাকা।

রেডমি ৯

রেডমি ৯ স্মার্টফোনে বড় আকারের ৬.৫৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে রয়েছে। সুরক্ষার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে টিইউভি রাইনল্যান্ড ব্লু লাইট সার্টিফিকেশন এবং কর্নিং গরিলা গ্লাস প্রযুক্তি। কোয়াড ক্যামেরার ফোনটিতে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১১৮ ডিগ্রি এফওভি; ৫ ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেফথ সেন্সর। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

মিডিয়াটেক হেলিও জি৮০ এসওসি প্রসেসরের ফোনটিতে আছে শক্তিশালী ৫০২০ এমএএইচের ব্যাটারি। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে, ফলে গেইম খেলতে চাইলে অল্প সময়ের মধ্যেই চার্জ করে নেয়া যায় ডিভাইসটি। ৪+৬৪ জিবি সংস্করণের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা এবং ৩+৩২ জিবির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

রেডমি ৯ পাওয়ার

রেডমি ৯ পাওয়ার ফোনে রয়েছে অঁরা পাওয়ার ডিজাইনের ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে। ডিভাইসটিতে আছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাথমিক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে। রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

বড় মাপের ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। ডিভাইসটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট। গেইমিংয়ের জন্য রয়েছে অ্যাড্রেনো ৬১০ এবং ভিভিড গ্রাফিক। ফোনটির ৪+৬৪ জিবির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা, ৪+১২৮ জিবির দাম ১৭ হাজার ৯৯৯ টাকা এবং ৬+১২৮জিবি ১৮ হাজার ৯৯৯ টাকা।

রেডমি ৯এ

স্মার্টফোনটিতে আছে ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লে। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি। মিডিয়াটেক হেলিও জি২৫ অক্টা-কোর গেমিং চিপসেট। এআই-অপ্টিমাইজড ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ২+৩২ জিবি স্টোরেজের ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা।

এ বিভাগের আরো খবর