বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও টিকটকে নতুন সিইও

  •    
  • ৩ মে, ২০২১ ২৩:২৩

টিকটকের সিইও হিসেবে নিয়োগ পেলেন সিঙ্গাপুরের নাগরিক শাওজি চিউ। চীনা কোম্পানিটির সঙ্গে গত বছর যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির ঘটনায় টিকটকের তখনকার সিইও যুক্তরাষ্ট্রের নাগরিক কেভিন মেয়ারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব দেয়া হয় ভ্যানেসা পাপ্পাসকে।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সিঙ্গাপুরের নাগরিক শাওজি চিউ। তিনি এর আগে প্রতিষ্ঠানটির চীনা মালিক বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ছিলেন।

টিকটকের অন্তর্বর্তীকালীন সিইও অস্ট্রেলিয়ার নাগরিক ভ্যানেসা পাপ্পাসকে এখন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তার (সিওও) দায়িত্ব দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাওজিকে সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়।

চীনা কোম্পানিটির সঙ্গে গত বছর যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে টিকটকের তখনকার সিইও যুক্তরাষ্ট্রের নাগরিক কেভিন মেয়ারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব দেয়া হয় ভ্যানেসা পাপ্পাসকে। এর আট মাস পর এলেন নতুন সিইও?।

বাইটড্যান্সের সিইও ওয়াইমিং ঝ্যাং বলেন, ‘শাওজি ও ভ্যানেসার নেতৃত্বে নতুন টিম টিকটককে আরও সমৃদ্ধ হবে। গত ১০ বছর শাওজি আমাদের কোম্পানি ও প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান রাখছেন। তিনি আমাদের দলের গুরুত্ব বাড়াবেন এবং দীর্ঘ মেয়াদী উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

যুক্তরাষ্ট্রে কয়েক বছরে টিকটক অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে এবং এর ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যায়। এ পরিস্থিতিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কথা তুলে ধরে টিকটককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে ঘোষণা দেন। একইসঙ্গে অ্যাপটির বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র টিকটক নিয়ে নিরাপত্তা পর্যালোচনা শুরু করলে কোম্পানিটির সিইওর পদ ছেড়ে দেন মার্কিন ব্যবসায়ী মেয়ার। টিকটক তখন থেকেই টিকে থাকার স্বার্থে বেইজিংয়ের সঙ্গে এর দূরত্ব বাড়াতে থাকে।

এ বিভাগের আরো খবর