বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১২ জিবি র‍্যামের শাওমি এমআই ১১ আল্ট্রা

  •    
  • ২২ এপ্রিল, ২০২১ ১১:৫৪

ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। উচ্চগতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ফাইভজি চিপসেট রয়েছে। যা তৈরি ৫ ন্যানোমিটার আর্কিটেকচারে। এটি আবার অক্টা-কোরের। জিপিইউ হিসেবে রয়েছে এন্ট্রিন ৬৬০।

দিন কয়েক আগেই এমআই ১১ আল্ট্রা লঞ্চ করেছে শাওমি। ভারতের বাজারে শুক্রবার থেকে পাওয়া যাবে ফোনটি।

ডিভাইসটি নিয়ে অনেক দিন থেকেই নানা ধরনের কথা হয়েছে। বিশেষ করে এর স্টোরেজ নিয়ে। তাই তরুণদের মধ্যে ফোনটি নিয়ে আগ্রহ ছিল অনেক।

এমআই আল্ট্রা ফোনে রয়েছে ৬.৮১ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর অ্যাসপেক্ট রেশিও ২০:৯। রেজুলেশন ১৪৪০*৩২০০ পিক্সেল। আর ডিসপ্লের পিপিআই ডেনসিটি ৫১৫। ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.৪ শতাংশ।

ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। উচ্চগতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ফাইভজি চিপসেট রয়েছে। যা তৈরি ৫ ন্যানোমিটার আর্কিটেকচারে। এটি আবার অক্টা-কোরের। জিপিইউ হিসেবে রয়েছে এন্ট্রিন ৬৬০।

ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি নিতে সামনে আছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

এ ছাড়া স্ট্যান্ডবাই ডুয়াল সিম ব্যবহারের সুবিধা রয়েছে ফোনটিকে। থাকছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। যা দ্রুত চার্জ করতে দেয়া হয়েছে ৬৭ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।

ফোনটি পাওয়া যাচ্ছে তিন ভ্যারিয়েন্টে। এর একটি ৮ জিবি র‍্যামেরা সঙ্গে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, একটি ১২+২৫৬ জিবি এবং আরেকটি ১২+৫১২ জিবি স্টোরেজে।

এ বিভাগের আরো খবর