বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আইফোনে স্টোরেজ ১ টেরাবাইট!

  •    
  • ২০ এপ্রিল, ২০২১ ১১:২৬

গত কয়েক বছরে দেখা যায়, আইফোনের ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের চাহিদা ছিল বেশি। ক্রমেই চাহিদা কমে গেছে ৬৪ জিবি সংস্করণ ফোনের। আইফোন ১২ প্রো মডেলটি ৫১২ জিবি স্টোরেজের হওয়ায় চাহিদা ছিল সবচেয়ে বেশি।

দিন দিন ব্যবহারকারীদের কাছে স্মার্টফোনের স্টোরেজ চাহিদা বাড়ছে। গ্রাহকের চাহিদাকে মূল্যায়ন করায় নামডাক কিছুটা বেশিই রয়েছে আইফোন প্রস্তুতকারক অ্যাপলের।

চলতি বছর আইফোন ১৩ সিরিজ বাজারে ছাড়বে অ্যাপল। এই সিরিজের ফোনগুলোর স্টোরেজ এক টেরাবাইট হবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তুলনায় আইফোন ব্যবহারকারীদের স্টোরেজের চাহিদা বেশি বলে বিভিন্ন সময় প্রকাশ হওয়া প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের হিসাব অনুযায়ী, অ্যান্ড্রয়েডে হুয়াওয়ের স্টোরেজের চাহিদা সবচেয়ে বেশি। এর পরই রয়েছে আইফোনের স্টোরেজ চাহিদা।

প্রতিষ্ঠানটি বলছে, স্মার্টফোনে স্টোরেজের পরিমাণ এখন গড়ে ১০০ জিবি ছাড়িয়ে গেছে।

কাউন্টারপয়েন্টের মতে, দামের দিক থেকে যেমন আইফোন উচ্চমূল্যের, তেমনি আবার এর গড় এনএএনডি ফ্ল্যাশের ঘনত্বও অ্যান্ড্রয়েডের তুলনায় বেশি। এই গ্যাপটা খুব দ্রুতই আইফোন পূরণ করেছে তাদের আইফোন ১২ সিরিজ দিয়ে। এ সিরিজের সেটে তারা ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ দিয়েছে।

গত কয়েক বছরে দেখা যায়, আইফোনের ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের চাহিদা ছিল বেশি। ক্রমেই চাহিদা কমে গেছে ৬৪ জিবি সংস্করণ ফোনের।

আইফোন ১২ প্রো মডেলটি ৫১২ জিবি স্টোরেজের হওয়ায় চাহিদা ছিল সবচেয়ে বেশি।

অ্যাপলের খবর নিয়মিত প্রকাশ করা সাইট নাইটটুফাইভ ম্যাকের এক প্রতিবেদন বলছে, চলতি বছর আইফোন ১৩ সিরিজটিতে থাকতে পারে এক টেরাবাইট স্টোরেজ।

একটি ছোট জরিপ চালায় নাইটটুফাইভ ম্যাক। সেখানে ৭০ শতাংশ বলেছেন, এক টেরাবাইটের আইফোন ১৩ হতে পারে বাড়তি স্টোরেজসম্পন্ন। ১২ শতাংশ বলেছে, তারা অবশ্যই একটি করে ফোন কিনবেন। অন্য ১১ শতাংশ অবশ্য ফোন কেনার আগে এই স্টোরেজের সুবিধা-অসুবিধাগুলো দেখে নেয়ার কথা জানিয়েছেন।

একই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইফোন ১৩ সিরিজে থাকছে সামনে ছোট আকারের নচ, বড় আকারের ডিসপ্লে।

সম্প্রতি অ্যাপলকে আইফোনের ডিসপ্লে ক্রমাগত বাড়াতে দেখা গেছে। সেই থেকে ধারণা করা হচ্ছে, আইফোন ১৩ প্রো ম্যাক্স আসতে পারে ৬.৭ ইঞ্চি ডিসপ্লেতে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই দেখা যাবে আইফোন ১৩।

এ বিভাগের আরো খবর