বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মস্তিষ্কে চিপ: ভিডিও গেম খেলছে বানর

  •    
  • ১০ এপ্রিল, ২০২১ ১০:৪২

নিউরোলিংকের প্রকাশ করা তিন মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পুরুষ মাকাকের (ছোট প্রজাতির বানর) মস্তিষ্কের দুই পাশে চিপ এমবেড করা হয়েছে। এতে সে বসে বসে মাইন্ড পং গেম খেলতে পারছে।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের ব্রেইন-চিপ স্টার্টআপ নিউরোলিংক শুক্রবার নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে একটি বানরকে সাধারণ ভিডিও গেম খেলতে দেখা গেছে।

সেই বানরের মস্তিষ্কে চিপের মাধ্যমে নতুন প্রযুক্তি প্রতিস্থাপন করায় সে নিজেই গেমটি খেলতে পেরেছে।

নিউরোলিংকের প্রকাশ করা তিন মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পুরুষ মাকাকের (ছোট প্রজাতির বানর) মস্তিষ্কের দুই পাশে চিপ এমবেড করা হয়েছে। এতে করে সে বসে বসে মাইন্ড পং গেম খেলতে পারছে।

বানরটিকে আগেই গেমের জয়স্টিক সরানোর প্রশিক্ষণ দেয়া হয়েছিল। সে খুব সহজেই প্যাডেল দিয়ে জয়স্টিক নিয়ন্ত্রণ করেছে। নিজ থেকে চিন্তা করে তার হাত উপরে ও নিচে নিয়েছে।

বৃহস্পতিবার এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘এটি প্রথম নিউরোলিংক পণ্য যা কোনো পক্ষাঘাতগ্রস্ত লোককে মনের সঙ্গে মিলিয়ে স্মার্টফোন ব্যবহারের সুবিধা দেবে। এটা হবে থাম্ব ব্যবহারের চেয়ে দ্রুতগতিতে।’

ভিডিওটিতে দেয়া ভয়েসওভারে বলা হয়, ‘নিউরোলিংক বানরের মোটর কর্টেক্স অঞ্চলে প্রতিস্থাপন করা দুই হাজারের বেশি ইলেক্ট্রোড ব্যবহার করে মস্তিষ্ক থেকে বৈদ্যুতিক সংকেত রেকর্ড ও ডিকোডের কাজ করে, যা তার হাত নাড়াতে সহায়তা করে।’

২০১৬ সালে প্রতিষ্ঠিত নিউরোলিংকের সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটির লক্ষ্য আলঝেইমার, স্মৃতিবিভ্রম ও মেরুদণ্ডের জখমে ভোগা রোগীদের সহায়তা করতে ব্রেনে ওয়্যারলেস চিপ প্রতিস্থাপন করা।

এটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে মানুষের কল্যাণে কাজ করবে। প্রযুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

২০২০ সালের আগস্টে মাস্ক একটি শূকরছানার মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের কথা জানান।

তার আগের বছর নিউরোলিংকের নতুন এক ডিজাইন দেখানো হয়, যেখানে মস্তিষ্কে ক্ষুদ্র ইলেক্ট্রোড ‘থ্রেড’ প্রতিস্থাপন ও কানের পিছনে একটি ডিভাইস স্থাপন করা হয়।

প্রযুক্তিটির উন্নয়নে ইলন মাস্ক উচ্চতর বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ, প্রযুক্তি বিশেষজ্ঞ, বিজ্ঞানীদের কাজে লাগানোর কথা জানিয়েছেন।

নিউরোলিংকের উন্নয়নে টেসলা, স্পেসএক্সের বিশেষজ্ঞদেরও কাজে লাগানোর কথা জানান এ উদ্যোক্তা।

এ বিভাগের আরো খবর