বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশে রিয়েলমির দুই ফোন ৮ প্রো, সি২১

  •    
  • ৬ এপ্রিল, ২০২১ ১৫:২১

রিয়েলমি ৮ প্রো ডিভাইসটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স।

দেশে নতুন মডেলের দুই স্মার্টফোন এনেছে রিয়েলমি। রিয়েলমি ৮ প্রো ও সি২১ মডেলের স্মার্টফোন দুটি প্রিঅর্ডার নিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

রিয়েলমি ৮ প্রো ফোনটিতে আছে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে। রয়েছে গতিসম্পন্ন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টারি মোড ও টিল্ট শিফট মোডের সঙ্গে ১৬ মেগাপিক্সেল ইন-ডিসপ্লে সেলফি ক্যামেরা।

ডিভাইসটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স।

এ ছাড়া সুপার নাইটস্কেপ, ৩এক্স ইন-সেন্সর জুম, স্টারি টাইম ল্যাপস ভিডিও এবং টিল্ট-শিফট মোডের মতো বৈশিষ্ট্যগুলো রিয়েলমি ৮ প্রো-র ক্যামেরাকে অতুলনীয় করে তুলেছে।

রিয়েলমি ৮ প্রো প্রথম স্মার্টফোন যাতে ব্যবহার করা হয়েছে রিয়েলমি ইউআই ২.০। অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ১১।

ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি ইনফিনিট ব্লু ও ইনফিনিট ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাচ্ছে ২৭ হাজার ৯৯০ টাকায়। রিয়েলমি সি২১ ফোনে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এটি রিভার্স চার্জিং ক্ষমতাসম্পন্ন। সুপার সেভিং মোড চালু রাখলে ফোনটি ৪৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে পারে। বিশেষ ওটিজি রিভার্স চার্জযুক্ত রিয়েলমি সি২১ হলো ব্যাটারি লাইফ সেভার।

হেলিও জি৩৫ ১২ ন্যানোমিটার অক্টা-কোর ৬৪বিট প্রসেসরযুক্ত রিয়েলমি সি২১ এ রয়েছে ১৩ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা এবং ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেলফি তুলতে এর রয়েছে ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

অ্যান্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে তৈরি স্মুথ এবং ফাস্ট রিয়েলমি ইউআই উন্নতমানের অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার প্রদান করবে।

আর রিয়েলমি সি২১ ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু এই দুই রঙে ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ১১ হাজার ৯৯০ টাকায়।

পাশাপাশি, রিয়েলমি ৮ প্রো স্পেশাল প্রাইজে ১০০০ টাকা কমে ২৬ হাজার ৯৯০ টাকায় ৩-৯ এপ্রিল দারাজ, ইভ্যালি, পিকাবু, জিঅ্যান্ডজি (অনলাইন), ধামাকাশপিং থেকে প্রি-অর্ডার করা যাবে।

প্রি-অর্ডারের সঙ্গে পাওয়া যাবে সর্বোচ্চ ৩০০০ টাকা মূল্যছাড়, ১০ হাজার টাকা পর্যন্ত লাইফস্টাইল গিফট কার্ড এবং ইএমআই সুবিধা।এ ছাড়া রিয়েলমি সি২১ দারাজে স্পেশাল প্রাইজে ১১ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

এ বিভাগের আরো খবর