স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ ডুডলে বাংলাদেশের পতাকা উড়িয়েছে গুগল। ডুডলে লাল-সবুজের ভিতরে সাদায় লেখা রয়েছে গুগল।
বিশেষ দিবস, বিখ্যাত ব্যক্তির জন্ম-মৃত্যু, কোনো দেশের স্বাধীনতা বা বিশেষ দিনগুলোতে নতুন সাজে দেখা যায় ডুডল।
সার্চ জায়ান্ট গুগল বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে এই ডুডল প্রকাশ করেছে।
ব্রাউজারে কোনো কিছু সার্চ করতে গেলে ডুডলটি দেখা যাচ্ছে। ডুডলে ক্লিক করলে উইকিপিডিয়াসহ স্বাধীনতা দিবস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা খবরের লিঙ্ক দেখাচ্ছে গুগল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের আয়োজনের শেষ দিন চলছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এরই মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশ সফর করেছেন।
শুক্রবার সকালে আয়োজনে যোগ দিতে অতিথি হয়ে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।