কয়েক বছর থেকে ইউরোপ-আমেরিকায় ভালো সাড়া পেতে শুরু করেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। এশিয়ার পাশাপাশি বিশ্বে নিজেদের আদিপত্য আরও বাড়াতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স।
সম্প্রতি প্রতিষ্ঠানটির করা সমীক্ষায় বলছে, চলতি বছর বিশ্ববাজারে চীনা স্মার্টফোনের বাড়বাড়ন্ত। এভাবে চলতে থাকলে এ বছরেই শাওমি বিশ্বে তৃতীয় জনপ্রিয় স্মার্টফোন সরবরাহকারীর আসন দখল করতে পারে।
স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স বলছে, শাওমির এই উল্লম্ফনের আরেকটি কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের চাপে পড়ে হুয়াওয়ের জনপ্রিয়তা কমে যাওয়া।
ভারতে স্মার্টফোনের ক্রমবর্ধমান বাজারে চীনা ব্র্যান্ডের আধিপত্যের কথা সবারই জানা। জনসংখ্যা, আর সম্প্রতি ইন্টারনেটের ব্যাপক ব্যবহারের ফলে দেশটিতে স্মার্টফোনের চাহিদা বাড়ছে তরতর করে। সেই বাজার তাই স্মার্টফোন কোম্পানিগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দেশটির বাজারে শাওমি, ভিভো, অপো, রিয়েলমির মতো ব্র্যান্ড এখন প্রতিযোগিতায় লিপ্ত। এশিয়া প্যাসিফিক, মধ্য এবং পূর্ব-পশ্চিম ইউরোপেও নিজেদের ব্যবসাকে ক্রমাগত সম্প্রসারিত করে চলেছে ব্র্যান্ডগুলো।
রাশিয়া, আফ্রিকা বা মধ্যপ্রাচ্যেও চীনা স্মার্টফোন প্রস্তুতকারকরা যথেষ্ট কদর পাচ্ছেন। তাই সব মিলিয়েই ২০২১ সালে চীনের ব্র্যান্ডগুলো বিশ্ববাজারের চাহিদার নিরিখে আরও ওপরে উঠে আসতে পারে বলে স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের সমীক্ষকেরা ব্যাখ্যা করেছেন।
চীনের ঠিক কোন কোন স্মার্টফোন কোম্পানি দুনিয়াজুড়ে সবচেয়ে বেশি চাহিদার সম্মুখীন হচ্ছে সে কথা বলতে গিয়ে স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের সমীক্ষকেরা তিনটি কোম্পানি শাওমি, অপো ও ভিভোর নাম উল্লেখ করেছেন।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্সের সিনিয়র ডিরেক্টর লিন্ডা স্যুই জানান, স্বল্পমূল্যে ভালো মানের ডিভাইস গ্রাহকদের তুলে দেয়ায় তারা এগিয়ে যাচ্ছে। তার মতে, তিনটি কোম্পানিই ২০২১ সালে খুব প্রতিযোগিতার সম্মুখীন হবে।
শাওমি এগিয়ে গেলে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ব্যবসায় কিছুটা পিছিয়ে পড়বে স্যামসাং। আর অ্যাপলকে টপকে তৃতীয় অবস্থানে চলে যাবে শাওমি। পশ্চিম ইউরোপেও এমনটা হবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্সের রিপোর্টে দাবি করা হয়েছে, কোভিড মহামারির ফলে সম্মুখীন হওয়া সমস্ত বাণিজ্যিক ব্যর্থতাকে কাটিয়ে ২০২১ সালে আরও একবার দুনিয়াব্যাপী স্মার্টফোনের বিক্রি বাড়তে পারে। এ ক্ষেত্রে একাধিক দেশে ফাইভজি প্রযুক্তির প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে রিপোর্টে বলা হয়েছে।