বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানে আবার নিষিদ্ধ টিকটক

  •    
  • ১২ মার্চ, ২০২১ ২১:৫১

টিকটকের বিরুদ্ধে পাকিস্তান কর্তৃপক্ষের অভিযোগ, অনৈতিক, অশ্লীল ভিডিও ছড়িয়ে দিচ্ছে। তবে টিকটক বলছে, দেশটিতে ব্যবহারকারীরা যেসব কনটেন্ট তৈরি করছে ও শেয়ার করছে তা সরকারের নীতিমালার মধ্যে থেকেই করছে।

পাকিস্তানে আবারও নিষিদ্ধ করা হয়েছে ছোট ভিডিও তৈরি ও শেয়ারিং অ্যাপ টিকটক। ‘ছদ্মবেশে অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগ তুলে এবার নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার।

গত বছরের অক্টোবরে দেশটিতে প্রথমবারের মতো বাইটড্যান্সের প্রতিষ্ঠানটি ১০ দিনের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান।

টিকটকের বিরুদ্ধে পাকিস্তান কর্তৃপক্ষের অভিযোগ, অনৈতিক, অশ্লীল ভিডিও ছড়িয়ে দিচ্ছে। তবে টিকটক বলছে, দেশটিতে ব্যবহারকারীরা যেসব কনটেন্ট তৈরি করছে ও শেয়ার করছে তা সরকারের নীতিমালার মধ্যে থেকেই করছে।

পাকিস্তানে কোটির উপর ব্যবহারকারী রয়েছে টিকটকের। অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে পেশোয়ারের হাইকোর্ট সরকারের টেলিযোগাযোগ নিয়ন্ত্রককে নিষিদ্ধ করার কথা জানিয়েছে। এখন পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে আদেশটি বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার এক আদেশে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব টিকটক অ্যাপটিকে দেশে ব্লক করে দিতে হবে।

আদেশ পাওয়ার পর তা বাস্তবায়ন করে অ্যাপটিকে ব্লক করেছে কর্তৃপক্ষ।

তবে টিকটক বলছে, তারা বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো কথা শুনতে পাননি সরকারের তরফ থেকে। কেন অ্যাপটি নিষিদ্ধ করা হচ্ছে তার সঠিক জবাবও চেয়েছে টিকটক কর্তৃপক্ষ।

পেশোয়ারের হাইকোর্টের প্রধান বিচারপতি কাইসার রশিদ খান টিকটকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার ভাষ্য, টিকটকের কনটেন্ট পাকিস্তানের সামাজিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি সংবাদ মাধ্যমকে জানান, ছদ্মবেশে অশ্লীলতা ছড়াচ্ছে টিকটক। এ জন্য বৃহস্পতিবার অ্যাপটি নিষিদ্ধ করতে হাইকোর্ট আদেশ দিয়েছেন।

পাকিস্তান নিষিদ্ধ করার আগেও পাশের দেশ ভারতে টিকটক নিষিদ্ধ করা হয়েছিল অ্যাপটি। গত বছরের মে মাসে ভারত-চীনের সৈন্যদের মধ্যে লাদাখ সীমান্তে এক সংঘর্ষের পর ভারতে চীনের বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করা হয়। তার মধ্যে অন্যতম ছিল টিকটক।

এ বিভাগের আরো খবর