বন্ধ হয়ে যেতে পারে কনটেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং অপশন। জনপ্রিয় অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি পার হতেই এলো এ ঘোষণা।
করোনাভাইরাস মহামারির কারণে গত বছর ঘরবন্দি হয়ে পড়ে বিশ্বের কোটি কোটি মানুষ। মূলত এ সময়েই আকাশছোঁয়া জনপ্রিয়তা পায় যুক্তরাষ্ট্রভিত্তিক স্ট্রিমিং অ্যাপটি। গত বছর মার্চ মাস থেকে এ পর্যন্ত পুঁজিবাজারে নেটফ্লিক্সের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। এ বছর জনজীবন স্বাভাবিক হয়ে আসলে বড় ধরনের ধাক্কা খেতে পারে প্রতিষ্ঠানটি।
সিএনএন জানিয়েছে, এখন থেকে কোনো ব্যবহারকারী শেয়ারড নেটফ্লিক্স অ্যাকাউন্টে নিজ প্রোফাইল সিলেক্ট করলে স্ক্রিনে ভেসে উঠবে একটি পপ-আপ। এতে মুঠোফোনে বার্তা অথবা ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্টটি যাচাই করে নিতে বলা হবে ব্যবহারকারীকে।
অবশ্য ‘ভেরিফাই লেটার’ অপশনে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারীরা সাময়িক ছাড় পেতে পারেন। সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পরে আবারও স্ক্রিনে পপ-আপটি ভেসে উঠবে। এর মধ্যে অনুমোদিত ব্যবহারকারী বলে প্রমাণে ব্যর্থ হলে নতুন অ্যাকাউন্ট তৈরির বার্তা পাবেন তিনি।
নেটফ্লিক্সের এক মুখপাত্রের সূত্র উল্লেখ করে সিএনএন আরও জানায়, নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি রয়েছে কিনা, তা নিশ্চিতে আপাতত পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা করা হচ্ছে। নেটফ্লিক্স টিভি অ্যাপের সীমিতসংখ্যক ব্যবহারকারীর ওপর হবে এ পরীক্ষা।
প্রতিষ্ঠানটির সেবা সংক্রান্ত শর্তে, নিজ বাড়ির বাইরে কোনো ব্যক্তির সাথে নেটফ্লিক্স অ্যাকাউন্ট যৌথভাবে ব্যবহারের অনুমতি নেই।
২০১৯ সালে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধে কা চলছে বলে জানিয়েছিল নেটফ্লিক্স।