বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উপজেলায় নারী উদ্যোক্তা তৈরি করবে ‘নগদ’

  •    
  • ৮ মার্চ, ২০২১ ১৭:৩৭

আবেদন যাচাই-বাছাই করে ‘নগদ’ কর্তৃপক্ষ ডিজিটাল আর্থিক সেবার ওপরে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করবে এবং উত্তীর্ণদের চূড়ান্তভাবে উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেবে।

দেশের প্রতিটি উপজেলায় ১০ জন করে নারী উদ্যোক্তা তৈরির প্রক্রিয়া হাতে নিয়েছে নগদ। নারীর ক্ষমতায়নের ধারাকে বেগবান করতে এমন উদ্যোগ নিয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসটি।

বাছাই করা নারীদের ‘নগদ’-এর পক্ষ থেকে প্রশিক্ষণের পাশাপাশি তাদের স্থানীয় পর্যায়ে ‘নগদ’ সেবা বিতরণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে স্বাবলম্বী হতে চান এমন যেকোনো নারী উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত হতে আবেদন করতে পারবেন। আগ্রহীদের ৩১ মার্চের মধ্যে ই-মেইলের মাধ্যমে জীবনবৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদন পাঠাতে হবে nari.uddokta@nagad.com.bd এই ইমেইলে।

আবেদন যাচাই-বাছাই করে ‘নগদ’ কর্তৃপক্ষ ডিজিটাল আর্থিক সেবার ওপরে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করবে এবং উত্তীর্ণদের চূড়ান্তভাবে উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেবে।

বিষয়টি সম্পর্কে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘সারা দেশের সব ধরনের মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সেবা পৌঁছে দিতে কাজ করছি আমরা। নারীর ক্ষমতায়ন আমাদের প্রধান লক্ষ্যগুলোর একটি। নারীদের জন্য ডিজিটাল ব্যবসায় সমান অংশগ্রহণের সুযোগ রাখা এবং সমাজে নারী-পুরুষের মধ্যে বৈষম্য দূর করতেও আমাদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

নারীদের উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেয়া হলে নারীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির সংখ্যা বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

বর্তমানে ‘নগদ’-এর সঙ্গে শতাধিক নারী উদ্যোক্তা কাজ করছেন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ‘নগদ’-এর উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কোনো কোনো নারী উদ্যোক্তা দিনে ১ থেকে ২ লাখ টাকা লেনদেন করছেন এবং তারা নিজেরাও ভালো অংকের অর্থ আয় করছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিভাগের আরো খবর