বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন ফোন রেডমি ৯ পাওয়ার এনেছে শাওমি

  •    
  • ৩ মার্চ, ২০২১ ১৭:৫৪

চারটি কালার ভ্যারিয়েন্টে মি অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে ফোনটি পাওয়া যাবে দুটি সংস্করণে। ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।

দেশে নতুন ফোন ‘রেডমি ৯ পাওয়ার’ এনেছে শাওমি। বুধবার ফোনটি দেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ফোনটিতে বেশি সময় ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছে ৬০০০ এমএএইচের ব্যাটারি। যা দুই দিন নিশ্চিন্তে ব্যাকআপ দেবে বলে দাবি শাওমির। ব্যাকআপের ফোনটি এনেছে শাওমি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি ৯ পাওয়ার এনে আমাদের গ্রাহকদের জানিয়ে দিলাম, তাদের চাহিদার সঙ্গে আর কম্প্রোমাইজ করতে হবে না। ৬০০০ এমএএইচ ব্যাটারি দিয়ে মি ফ্যানদের জন্য দীর্ঘপথ চলার সুবিধা করে দিচ্ছি। ফ্যানরা একবার চার্জ দিয়েই দীর্ঘ সময় কাটাতে পারবেন। ফুল এইচডিপ্লাস ডিসপ্লের ফোনটি হবে মি ফ্যানদের প্রথম পছন্দ।’

রেডমি ৯ পাওয়ার ফোনটিতে রয়েছে অঁরা পাওয়ার ডিজাইনের ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে। ডিসপ্লেটিতে আছে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন, ফিঙ্গারপ্রিন্ট রেজিট্যান্স টেক্সাচরড। সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস, নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেইস আনলক। ডুয়েল স্ট্যান্ডবাই ফোরজি সিমের সঙ্গে আছে ৩.৫ মিমি মাইক্রোফোন জ্যাক।

ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দিয়েছে শাওমি। ৪৮ মেগাপিক্সেলের স্যামসাং জিএম১ সেন্সর ছাড়াও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে ফোনটিতে। এমআইইউআই ১২ ইন্টারফেইস থাকায় ক্যামেরা অ্যাপ্লিকেশনে নতুন অনেক ফিচার পাওয়া যাবে। সঙ্গে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি ও ভিডিও কল করার ক্ষেত্রে স্পষ্ট ছবি দেবে।

৬০০০ এমএএইচ ব্যাটারি যা একবার চার্জ দিলে নিশ্চিন্তে দুই দিন ব্যবহার করা যাবে বলে দাবি করছে শাওমি। এই ব্যাটারি ফোনটিকে ফোরজি নেটওয়ার্কে টানা ৬৯৫ ঘণ্টা স্ট্যান্ডবাই রাখবে। সঙ্গে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।

ডিভাইসটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট। গেমিংয়ের জন্য রয়েছে অ্যাড্রেনো ৬১০ এবং ভিভিড গ্রাফিক। ৪ জিবি ও ৬ জিবি র‍্যামের পাশাপাশি ১২৮ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ আছে। ডেডিকেটেড মাইক্রোএসডি স্লটে কার্ডে স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।

চারটি কালার ভ্যারিয়েন্টে মি অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে ফোনটি পাওয়া যাবে দুটি সংস্করণে। ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।

এ বিভাগের আরো খবর