তথ্য চুরি ও ক্ষতিকর মেসেজ থেকে ব্যবহারকারীদের বাঁচাতে নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।
নিরাপদ মেসেজিংয়ের জন্য ‘ব্লাস্টডোর’ নামের পদ্ধতিটি উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছেন গুগলের নিরাপত্তা বিশেষজ্ঞ স্যামুয়েল গ্রব।
গুগলের প্রজেক্ট জিরোর ব্লগে বৃহস্পতিবার এক পোস্টে স্যামুয়েল এ তথ্য জানান।
তিনি জানান, নতুন নিরাপত্তা ব্যবস্থাটি অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওস১৪-এর আইমেসেজে যুক্ত করা হবে।
অ্যাপল জানিয়েছে, ব্লাস্টডোর পদ্ধতিতে ব্যবহারকারী সব মেসেজই লিংক হিসেবে পাবেন।
কোনো ব্যবহারকারী আইমেসেজ দিয়ে মেসেজ পাঠালে সেটি আগে আইক্লাউডের আর্কাইভে জমা হবে। মেসেজ দেখার জন্য প্রাপকের একটি বিশেষ পাসওয়ার্ড থাকবে। মেসেজগুলো আইফোনের মেমোরিতে জমা হবে না।
এর ফলে আইফোনের অপারেটিং সিস্টেমের ওপরও চাপ কমবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্লগে স্যামুয়েল জানান, ডিসেম্বরে আইমেসেজের মাধ্যমে সাংবাদিকদের ফোন থেকে তথ্য চুরি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এরপরই নতুন পদ্ধতিটি উদ্ভাবনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
আইওস ১৪ অপারেটিং সিস্টেম ও ব্লাস্টডোর আসার আগে মেসেজের সুরক্ষায় আইএমএজেন্ট ব্যবহার করত অ্যাপল। তবে এটি ব্লাস্টডোরের মতো কার্যকর ছিল না। হ্যাকাররা প্রায়ই তথ্য চুরি করতে পারত।
স্যামুয়েল গ্রব জানিয়েছেন, ব্লাস্টডোরে আগের পদ্ধতি আইএমএজেন্টের সমস্যাগুলো থাকছে না।
ব্লাস্টডোর ছাড়াও ব্যবহারকারীদের সুরক্ষায় আরও নতুন কিছু ফিচার আছে আইওএস ১৪তে। বিজ্ঞাপন দেখাতে চাইলে কোনো অ্যাপকে ব্যবহারকারীর অনুমতি নিতে হবে। একই সঙ্গে অ্যাপটি ব্যবহারকারীর কী ধরনের তথ্য সংগ্রহ, বিনিময় ও সংরক্ষণ করবে সে ব্যাপারেও স্পষ্ট জানাতে হবে।
তবে অ্যাপলের এই উদ্যোগের বিরোধিতা করছে ফেসবুক। তারা বলছে, এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যবসার সুযোগ কমে আসবে।
তবে বিশ্লেষকরা বলছেন, নিজেদের বিজ্ঞাপন ব্যবসা বাঁচাতেই এমন বিরোধিতা ফেসবুকের।