বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বড়দিন উপলক্ষ্যে অ্যাপলের রেকর্ড বিক্রি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ জানুয়ারি, ২০২১ ০৯:৩৮

ছুটির সময়ে লোকজন অ্যাপলের সর্বশেষ মডেলের ফোন, ল্যাপটপ ও ইলেকট্রনিকস সামগ্রী বেশি কেনায় তাদের বিক্রি বেড়েছে।

গেল বড়দিন উপলক্ষ্যে পণ্য বিক্রিতে রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের। ২০২০ সালের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটি ১১১ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য বিক্রি করেছে।

আগের বছরের একই সময়ের তুলনায় ওই সময়ে কোম্পানিটির বিক্রি বেড়েছে ২১ শতাংশ।

আগের বছরের তুলনায় বিক্রি বেড়েছে ১১১ বিলিয়ন ডলার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ছুটির সময়ে লোকজন অ্যাপলের সর্বশেষ মডেলের ফোন, ল্যাপটপ ও ইলেকট্রনিকস সামগ্রী বেশি কেনায় তাদের বিক্রি বেড়েছে।

করোনাভাইরাস মহামারিতে অনলাইনে সময় কাটানো বেড়েছে মানুষের। একই সঙ্গে বেড়েছে নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ।

বর্তমানে বিশ্বে অ্যাপলের প্রায় ১৬৫ কোটি ডিভাইস রয়েছে। এর মধ্যে আইফোনের সংখ্যা ১০০ কোটির বেশি।

আইফোন ১২ বাজারে আসার পর অনেক ব্যবহারকারী পুরনো ব্র্যান্ড ও মডেল ছেড়ে অ্যাপলের দিকে ঝুঁকছেন।

প্রতিষ্ঠানটি বলছে, মহামারিতে চীনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও সেখানে অ্যাপলের বিক্রি বেড়েছে।

নতুন ফোনে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সুবিধা (ফাইভজি) থাকাও এর অন্যতম কারণ।

চীন, তাইওয়ান ও হংকং মিলিয়ে অ্যাপল পণ্যের বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ। ইউরোপে বেড়েছে ১৭ শতাংশ। আমেরিকায় এ হার ১১ শতাংশ।

প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) লুকা মায়েসট্রি বলেন, ‘বিশ্বজুড়ে অ্যাপলের সব পণ্যই ভালো করছে। আগামী মার্চ পর্যন্ত বিক্রির পরিমাণ নিয়েও আমরা আশাবাদী।’

চলতি বছরের জানুয়ারিতেই অ্যাপলের লাভ প্রায় ২৯ বিলিয়ন ডলার হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেশি।

মহামারিতে অন্যান্য ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেও অ্যাপলের মতো বড় প্রতিষ্ঠানগুলোর আয় বেড়েছে।

বুধবার ফেসবুক জানিয়েছে, মহামারিতে অনলাইনে কেনাকাটা বাড়ায় গত তিন মাসে বিজ্ঞাপন থেকে তাদের আয় বেড়েছে ৩০ শতাংশ।

মহামারি কমলে এই আয় কমতে পারে। একই সঙ্গে ভোক্তারা পণ্য কেনার চেয়ে বেশি মনোযোগ দিতে পারেন ভ্রমণে।

এ বিভাগের আরো খবর