চীনের ছোট ভিডিও তৈরির অ্যাপ টিকটক ভারতে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে গেছে। নিষিদ্ধ হওয়ার আগে দেশটিতে অ্যাপটির ব্যবহারকারী ছিল ১২ কোটি। বিনিয়োগের পরিকল্পনা ছিল ১০০ কোটি ডলার।
তবে এর সবই এখন থমকে গেছে। বরং কুলোতে না পেরে ভারত থেকে কর্মী ছাঁটাই করেছে টিকটক। বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ভারতের অপারেশেন থেকে অন্তত দুই হাজার কর্মীকে চাকুরিচ্যুত করেছে।
এই সংখ্যা তাদের মোট সংখ্যার কত শতাংশ তা জানা যায়নি।
গত জুনে লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে এক সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়। তারপরই দেশটিতে চীনের পণ্য ও বিভিন্ন ধরনের অ্যাপ নিষিদ্ধ করতে বিভিন্ন দল ও সংগঠন আন্দোলন করে।
আন্দোলনের মধ্যেই ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। অ্যাপগুলোর বিরুদ্ধে তথ্যপাচারের অভিযোগ আনা হয়। এর পর আরও কয়েক দফায় শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত।
এসব অ্যাপের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হিসেবে উপরে ছিল টিকটক।
টিকটকের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, তারা গত ছয় মাসে ভারত থেকে দুই হাজারের বেশি কর্মী কমাতে বাধ্য হয়েছেন। তাদের এর ব্যতিক্রম কোনো চিন্তা ছিল না।
ভারতসহ কয়েকটি দেশে নিষিদ্ধের পরও মুনাফায় শীর্ষে রয়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। ২০২০ সালে টিকটক ৫৪ কোটি ডলার মুনাফা করে তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে। ৮৫ কোটি ডাউনলোড নিয়ে সর্বাধিক ডাউনলোড অ্যাপের খেতাবও টিকটকের। চীনের বাইটড্যান্স মিউজিক্যালি অ্যাপ কেনার পর থেকে প্রতি বছরই বাড়তে থাকে টিকটকের ব্যবহারকারী।