বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেকর্ড স্যাটেলাইট নিয়ে মহাকাশে স্পেসএক্স রকেট

  •    
  • ২৭ জানুয়ারি, ২০২১ ১১:১০

স্পেসএক্সের প্রোডাকশন সুপারভাইজার অ্যান্ডি ট্র্যান জানান, ১৩৩টি বাণিজ্যিক ও সরকারি ‘মহাকাশযানের’ পাশাপাশি ১০টি স্পেসএক্স স্যাটেলাইট নিয়ে রওনা হয়েছে ফ্যালকন নাইন রকেট।

রেকর্ডসংখ্যক স্যাটেলাইট নিয়ে মহাকাশের পথে যুক্তরাষ্ট্রভিত্তিক রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেট।

দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্রেভার্ড কাউন্টির ক্যানাভেরাল অন্তরীপ থেকে স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে রকেটটি সফলভাবে উড্ডয়ন করে বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্যালকন নাইন রকেটের উড্ডয়ন ২৪ ঘণ্টা দেরি হয়।

স্পেসএক্সের প্রোডাকশন সুপারভাইজার অ্যান্ডি ট্র্যান জানান, ১৩৩টি বাণিজ্যিক ও সরকারি ‘মহাকাশযানের’ পাশাপাশি ১০টি স্পেসএক্স স্যাটেলাইট নিয়ে রওনা হয়েছে ফ্যালকন নাইন রকেট।

তিনি বলেন, ‘এক মিশনে এত বেশিসংখ্যক মহাকাশযান নিয়ে এই প্রথম কোনো রকেট মহাকাশের পথে রওনা হয়েছে।’

‘রাইডশেয়ার’ কর্মসূচির অংশ হিসেবে ফ্যালকন নাইন রকেট উড়াল স্পেসএক্স। এ কর্মসূচির মাধ্যমে অর্থের বিনিময়ে নিজেদের প্রযুক্তি মহাকাশে পাঠাতে পারবে অন্য প্রতিষ্ঠান ও সরকারগুলো। এতে লাভবান হবে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স।

উড্ডয়নের কয়েক মিনিট পরই ফ্যালকন নাইনের মূল বুস্টার (যেটি রকেটটিকে মহাকাশের কিনারার দিকে ধাক্কা দেয়) রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফিরে আসে। আটলান্টিক মহাসাগরে থাকা ‘অফ কোর্স আই স্টিল লাভ ইউ’ নামের স্পেসপোর্ট ড্রোন শিপে বুস্টারটি সফলভাবে অবতরণ করে।

বেশ কয়েকটি টুইটবার্তায় স্পেসএক্স জানায়, ১৪৩টি স্যাটেলাইটের সবগুলোই ফ্যালকন নাইন রকেটে স্থাপন করা হয়।

স্টারলিংক নামের গ্লোবাল ব্রডব্যান্ড সিস্টেম তৈরির অংশ হিসেবে মহাকাশে হাজার হাজার ছোট স্যাটেলাইট পাঠানোর লক্ষ্য স্পেসএক্সের।

এ বিভাগের আরো খবর