স্মার্টফোন ব্র্যান্ড অপো দেশে এনেছে রেনো সিরিজের নতুন স্মার্টফোন ‘রেনো৫’। শুরু হয়েছে ফার্স্ট সেল। এরইমধ্যে আগের রেনো৪ মডেলের থেকে ৩৬১ শতাংশ বেশি বিক্রির রেকর্ড করেছে রেনো৫।
অপো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উন্মোচনের পর থেকে রেনো৫ অপোর আউটলেট ছাড়াও অফিসিয়াল সাইটে পাওয়া যাচ্ছে। সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা।
অপোর কান্ট্রি পাবলিক রিলেশন হেড জোশিতা সানজানা রিজভান বলেন, ‘‘নতুন উদ্ভাবনের মাধ্যমে আমরা স্মার্টফোনগুলোকে ধারাবাহিকভাবে উন্নত করে যাচ্ছি। ‘টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড’- প্রতিপাদ্যে অত্যাধুনিক সব প্রযুক্তির মাধ্যমে তরুণরা যাতে খুব সহজেই তাদের প্রতিভা ও সৃজনশীলতা সবার সামনে তুলে ধরতে পারে সে চেষ্টা করছি আমরা।”
অপো রেনো৫ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। ক্যামেরায় আছে এআই মিক্সড পোর্ট্রেট ও ডুয়াল-ভিউ ভিডিও মোড। ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং থাকায় মাত্র ৪৮ মিনিটে ৪৩১০ এমএএইচ ব্যাটারি পুরোপুরিভাবে চার্জ করা যাবে।
৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ফোনটির দাম ৩৫ হাজার ৯৯০ টাকা।