দেশের বাজারে নতুন একটি স্মার্টফোন এনেছে সিম্ফনি। দেশিও ব্র্যান্ডটির আনা ফোনটির মডেল ‘জেড৩০ প্রো’।
রোববার ফোনটি উন্মোচন করে সিম্ফনি। হ্যান্ডসেটটিতে আছে ৬ দশমিক ৫২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভিনচ ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন ৭২০*১৬০০ পিক্সেল।
১.৮ গিগাহার্জের ফোনটিতে আছে অক্টা-কোর প্রসেসর ও মিডিয়াটেকের প্রিমিয়াম হ্যালিও এ২৫। সঙ্গে জিপিউ হিসেবে আছে আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০। এর জিপিইউ ৬০০ মেগাহার্জ ও ডিডিআর ফোর সংস্করণের র্যাম।
ফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি ২৮ ঘণ্টা পর্যন্ত ফোন কল, ৩৮ ঘণ্টা পর্যন্ত মিউজিক, ১৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও, ৮ ঘণ্টা ব্রাউজিং ও ৬ ঘণ্টা পর্যন্ত গেমিং করার নিশ্চয়তার কথা বলেছে সিম্ফনি।
স্মার্টফোনটির পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ক্যামেরা ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচারগুলো হলো- এআই, আল্ট্রা ভিউইং ওয়াইড অ্যাঙ্গেল, পোর্ট্রেইট, ওয়াটারমার্ক, ইমোজি, নাইট মোড, অ্যান্টি-ফ্লিকার, ফেস বিউটি, ডিসপ্লে ফ্ল্যাশ, গুগল লেন্স, টাইম ল্যাপ্স, স্লো-মো, প্রফেশনাল, অটো এইচডিআর, টাচ শট।
সিম্ফনির ফোনটি ইন্ডিগো ব্লু, পার্শিয়ান ব্লু ও অ্যামাজন গ্রিন রঙে পাওয়া যাচ্ছে। দাম ১০ হাজার ৮৯০ টাকা।
এ ছাড়া স্মার্টফোনটির সঙ্গে বাংলালিংক ও রবির ডাটা বান্ডেল অফার।