বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জুলাই থেকে অবৈধ মোবাইল সেট বন্ধ

  •    
  • ৭ জানুয়ারি, ২০২১ ২২:৪৩

‘বিদ্যমান সেটগুলো যাদের হাতে আছে তাদের বিরক্ত না করে এই কাজ আমরা চালিয়ে নিতে চাই। তবে যেগুলো নতুন করে আসবে সেগুলো অবশ্যই নিবন্ধিত হতে হবে। কোনো নাগরিককে আমরা ভোগান্তিতে ফেলতে চাই না।’

অবৈধভাবে বিদেশ থেকে এনে বিক্রি করা মোবাইল হ্যান্ডসেট আগামী ১ জুলাই থেকে বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

তবে এরই মধ্যে যারা এসব হ্যান্ডসেট কিনেছেন তাদের নিবন্ধনের সুযোগ দেয়া হবে। ফলে দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন তারা।

বৃহস্পতিবার বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থার চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

তিনি বলেন, ‘বিদ্যমান সেটগুলো যাদের হাতে আছে তাদের বিরক্ত না করে এই কাজ আমরা চালিয়ে নিতে চাই। তবে যেগুলো নতুন করে আসবে, সেগুলো অবশ্যই নিবন্ধিত হতে হবে। কোনো নাগরিককে আমরা ভোগান্তিতে ফেলতে চাই না।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই থেকে গ্রাহকের হাতে থাকা হ্যান্ডসেটের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। এরপর বাজারে যেসব অবৈধ সেট থাকবে, সেগুলো আর চলবে না।

কোনো মোবাইল ফোনসেট বৈধ কি না, গ্রাহকরা যেন সেটি যাচাই বাছাই করতে পারেন, তার ব্যবস্থাও হচ্ছে। এ জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার বা এনইআইআর কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক শহিদুল আলম।

বিটিআরসি জানায়, এই প্রক্রিয়া শুরু হয়ে গেলে অবৈধ হ্যান্ডসেটে প্রাথমিকভাবে নির্দিষ্ট একটি সিম ছাড়া অন্য কোনো সিম কাজ করবে না। নির্দিষ্ট সময় পরে সেই সিমটিও আর কাজ করবে না। ফলে গ্রাহকরা বাধ্য হবেন নকল বা অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করতে।

গত ডিসেম্বরে অবৈধ মোবাইল সেট বন্ধ ও বৈধ সেটের নিবন্ধনে বিটিআরসির সঙ্গে চুক্তি করে দেশীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটি। চুক্তি অনুযায়ী ১২০ কার্যদিবসের মধ্যে এনইআইআর সিস্টেম চালু করতে হবে।

এ বিভাগের আরো খবর