সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব হবে বাংলাদেশ। আর এ লক্ষ্যে পৌঁছাতে তরুণ মেধাবীদের উপযুক্ত করে গড়ে তুলতে নেয়া হবে নানা পদক্ষপ।
রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ‘জাতীয় সাইবার ড্রিল-২০২০’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে দেয়া বক্তব্যে এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ ডিজিটাল কার্যক্রমের সঙ্গে নিজেদের যুক্ত করছে। সরকার প্রায় দেড় হাজার সেবা অনলাইনে নিয়ে এসেছে। এ অবস্থায় সাইবার সিকিউরিটি অত্যন্ত জরুরি।’
তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সাইবার নিরাপত্তা নিশ্চিতে আইসিটি বিভাগ কাজ করছে। দেশের ব্যাংকিং, হেলথ, সিভিল এভিয়েশনসহ নানা খাতে নিরাপত্তা জোরদারে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি কাজ করছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এক হাজার সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করা হবে। এতে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, দেশে বসেই বৈদেশিক মুদ্রা আয় করবে তরুণরা।’
আয়োজনে অংশ নেন সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং স্বতন্ত্র ২৩৩টি দলের মোট এক হাজারের বেশি মানুষ।
দলবদ্ধ সাইবার ড্রিল প্রতিযোগিতায় প্রথম হয় সিলিকনসবিটস। দ্য ইনফিনিটি বাইটস দ্বিতীয় ও তৃতীয় হেইমডাল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ ও ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।